'শিরোধার্য' - শব্দটি কোন সমাস?
A
বহুব্রীহি
B
তৎপুরুষ
C
অব্যয়ীভাব
D
কর্মধারয়
উত্তরের বিবরণ
উপপদ তৎপুরুষ সমাস হলো সেই সমাস যা কৃদন্ত পদের সঙ্গে উপপদ মিলিত হয়ে গঠিত হয়। এই সমাসে উপপদ সাধারণত বিশেষ্য হিসেবে থাকে।
উদাহরণ:
-
জাদু করে যে → জাদুকর
-
ধামা ধরে যে → ধামাধরা
-
শিরো ধার্য যা → শিরোধার্য
-
পকেট মারে যে → পকেটমার
-
দ্রুত গমন করে যে → দ্রুতগামী

0
Updated: 22 hours ago
'তপের নিমিত্ত বন = তপোবন' - এটি কোন সমাসের উদাহরণ?
Created: 3 weeks ago
A
তৎপুরুষ
B
অব্যয়ীভাব
C
কর্মধারয়
D
বহুব্রীহি
চতুর্থী তৎপুরুষ সমাস:
-
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যথা:
গুরুকে ভক্তি = গুরুভক্তি
বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি
বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা
তপের নিমিত্ত বন = তপোবন
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 weeks ago
তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
Created: 1 month ago
A
পরপদ
B
পুর্বপদ
C
উভয়পদ
D
অন্যপদ
পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়।
যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

0
Updated: 1 month ago
'বসতবাড়ি' শব্দটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
Created: 4 months ago
A
তৃতীয়া
B
চতুর্থী
C
পঞ্চমী
D
সপ্তমী
চতুর্থী তৎপুরুষ সমাস
যেসব সমাসে পূর্বপদে চতুর্থী বিভক্তি (যেমন: জন্য, নিমিত্ত, কে প্রভৃতি) লোপ পায়, সেসব সমাসকে চতুর্থী তৎপুরুষ সমাস বলা হয়।
উদাহরণ:
-
রামের জন্য কেদারা → আরামকেদারা
-
বসতের নিমিত্ত বাড়ি → বসতবাড়ি
-
বিয়ের জন্য পাগলা → বিয়েপাগলা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 4 months ago