কোনটি CUI ভিত্তিক অপারেটিং সিস্টেম?
A
Mac OS
B
Windows XP
C
MS-DOS
D
Windows 2000
উত্তরের বিবরণ
MS-DOS (Microsoft Disk Operating System) হলো একটি CUI (Character User Interface) ভিত্তিক অপারেটিং সিস্টেম, যা মূলত বর্ণভিত্তিক (Text-based)। এতে কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য কী-বোর্ড ব্যবহার করে টেক্সট টাইপ করতে হয়।
বর্ণভিত্তিক (CUI) অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য
-
ব্যবহারকারী কম্পিউটারকে কী-বোর্ডের মাধ্যমে বর্ণ টাইপ করে নির্দেশ প্রদান করেন।
-
ডিস্ক ফরম্যাটিং, ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানো—সব কাজই কী-বোর্ডের সাহায্যে সম্পন্ন করা হয়।
-
এটি সম্পূর্ণ টেক্সট বা অক্ষরভিত্তিক ইন্টারফেস, যেখানে মাউস বা চিত্রভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবহৃত হয় না।
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ
-
MS-DOS
-
PC DOS
-
CP/M
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ
-
Windows XP
-
Windows 2000
-
Mac OS

0
Updated: 22 hours ago
What type of software is Netscape Communicator?
Created: 1 week ago
A
Database software
B
Antivirus
C
Web browser
D
Operating system
সঠিক উত্তর: গ) Web browser
ওয়েব ব্রাউজার (Web Browser)
-
ইন্টারনেটকে বলা হয় তথ্যের মহাসমুদ্র, কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের কম্পিউটারগুলোতে থাকা সকল তথ্য ব্যবহারের সুযোগ করে দেয়।
-
যে সফটওয়্যার ইন্টারনেটের তথ্য বা Web page বা World Wide Web (WWW) প্রদর্শনের কাজ করে, তাকে ওয়েব ব্রাউজার বলা হয়।
-
পৃথিবীর বিভিন্ন সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলা হয়।
-
Web Browsing করে বিভিন্ন তথ্য আনা যায়। এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এই ব্রাউজারগুলো সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটার থেকে ওয়েব পেজ প্রদর্শনের ব্যবস্থা করে।
জনপ্রিয় ওয়েব ব্রাউজারসমূহ:
-
Internet Explorer
-
Mozilla Firefox
-
Netscape Communicator
-
Safari
-
Opera
-
Google Chrome
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
Which field is used to include extra recipients when sending an email?
Created: 1 week ago
A
CC
B
Attach
C
Body
D
Subject
সঠিক উত্তর: ক) CC
ই-মেইল পাঠানোর নিয়ম
ই-মেইল পাঠাতে সাধারণত তিনটি ধাপে কাজ করতে হয়:
১. ই-মেইল কম্পোজ করা
২. ইন্টারনেটে সংযোগ স্থাপন
৩. ই-মেইল সেন্ড করা
ই-মেইল কম্পোজ করা:
-
ই-মেইল সফটওয়্যার (যেমন Outlook Express) ওপেন করতে হবে।
-
Message → New Message বা To Mail এ ক্লিক করতে হবে।
নিচের ঘরগুলো পূরণ করতে হয়:
-
To: প্রাপকের ঠিকানা
-
From: প্রেরকের ঠিকানা
-
CC, BCC: অতিরিক্ত প্রাপক (প্রয়োজনে)
-
Subject: মেইলের বিষয়
-
Attach: ফাইল সংযুক্তির জন্য
-
Body: মেসেজ লেখার স্থান
-
মেইল সেভ করে Outbox-এ রাখা যায়।
-
একইসাথে অনেকগুলো মেইল কম্পোজ করে রাখা সম্ভব।
ইন্টারনেটে সংযোগ স্থাপন:
-
ডায়াল-আপ নেটওয়ার্ক বা অন্য কোনো সংযোগের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে হয়।
ই-মেইল সেন্ড করা:
-
ইন্টারনেটে সংযুক্ত হয়ে File → Send Queued Message অথবা Send and Receive বাটনে ক্লিক করে মেইল পাঠানো হয়।
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে গ্রাহকদের জন্য প্রিপেইড পদ্ধতি চালু হয়?
Created: 2 weeks ago
A
দ্বিতীয় প্রজন্ম
B
তৃতীয় প্রজন্ম
C
চতুর্থ প্রজন্ম
D
কোনোটিই নয়
তথ্য প্রযুক্তি
তথ্য (Information)
তথ্য প্রযুক্তি
দ্বিতীয় প্রজন্ম Second Generation (১৯৬০-১৯৬৪ খ্রি.)
দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন হলো এমন একটি প্রযুক্তি যা ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহার করে এবং প্রিপেইড পদ্ধতির সূচনা করে। এটি প্রথম প্রজন্মের অ্যানালগ প্রযুক্তির তুলনায় অনেক উন্নত সুবিধা প্রদান করে।
-
দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য:
-
ডিজিটাল সিগন্যাল: প্রথম প্রজন্মের অ্যানালগ সিগন্যালের তুলনায় উন্নতমানের ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহৃত।
-
ডিজিটাল ডেটা ট্রান্সমিশন: সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে সম্ভব হয়েছে।
-
উন্নত অডিও: ডিজিটাল মডুলেশন ব্যবহৃত।
-
সিগন্যাল এনকোডিং: FDMA, TDMA এবং CDMA পদ্ধতি ব্যবহৃত।
-
প্রিপেইড পদ্ধতি: সর্বপ্রথম এই প্রজন্মে চালু হয়।
-
আন্তর্জাতিক রোমিং: সীমিতমাত্রায় উপলব্ধ।
-
নেটওয়ার্ক প্রকার: শুরুর দিকে সার্কিট-সুইচড নেটওয়ার্ক ব্যবহৃত, পরে GPRS (2.5G) প্রযুক্তির মাধ্যমে ডেটার জন্য প্যাকেট-সুইচড নেটওয়ার্ক যুক্ত করা হয়।
-
মেসেজিং সেবা: এমএমএস এবং এসএমএস কার্যক্রম চালু হয়।
-
ডেটা ও ভয়েস: GSM পদ্ধতিতে উভয়ই প্রেরণ সম্ভব।
-
উৎস:

0
Updated: 2 weeks ago