রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?
A
হামিদুর রহমান
B
মৃণাল হক
C
শামিম শিকদার
D
নভেরা আহমেদ
উত্তরের বিবরণ
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে স্থাপিত 'দুর্জয়' নামক ভাস্কর্যটির নির্মাতা বিশিষ্ট ভাস্কর মৃণাল হক। তিনি তার সৃজনশীল শিল্পকর্মের জন্য বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে:
-
মতিঝিল এলাকায় অবস্থিত ‘বলাকা’ ভাস্কর্য,
-
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ‘রত্নদ্বীপ’,
-
হোটেল শেরাটনের সম্মুখভাগে ‘রাজসিক’,
-
পরীবাগ মোড়ে নির্মিত ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
-
ইস্কাটনের ‘কোতোয়াল’,
-
সাতরাস্তার মোড়ে ‘ময়ূর’,
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে স্থাপিত একটি শৈল্পিক ভাস্কর্য,
-
এবং নৌবাহিনীর সদর দপ্তরের সামনের ‘অতলান্তিকে বসতি’।
এইসব শিল্পকর্ম মৃণাল হককে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর হিসেবে পরিচিত করেছে।
তথ্যসূত্র: প্রথম আলো রিপোর্ট।
0
Updated: 3 months ago
"সাবাস বাংলাদেশ" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়
B
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
C
রাজশাহী বিশ্ববিদ্যালয়
D
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাবাস বাংলাদেশ:
-
অবস্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
-
উদ্দেশ্য: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীক।
-
ভাস্কর্য: বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম।
-
স্থপতি: নিতুন কুণ্ডু।
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
টিএসসি মোড়ে
B
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
C
রেসকোর্স ময়দানে
D
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
সাবাস বাংলাদেশ
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম ভাস্কর্য 'সাবাস বাংলাদেশ'।
- এই ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীক।
- এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি: নিতুন কুণ্ডু।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী'র ভাস্কর -
Created: 2 months ago
A
অখিল পাল
B
শামীম শিকদার
C
আবদুর রাজ্জাক
D
শ্যামল চৌধুরী
জাগ্রত চৌরঙ্গী:
-
ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খোলা শরীর, দৃপ্ত পায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার সড়কদ্বীপে দাঁড়ানো।
-
এটি দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।
-
মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
-
ভাস্কর: আবদুর রাজ্জাক
-
ঢাকা আর্ট কলেজের সেই সময়ের অধ্যক্ষ দেশের খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাকের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এই দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম।
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও পত্রিকা রিপোর্ট
0
Updated: 2 months ago