"In Samuel Beckett's play Waiting for Godot, who is Lucky in the play?
A
Godot’s messenger
B
A fellow traveller with Vladimir
C
A symbol of hope
D
Pozzo’s servant, representing oppression and labour
উত্তরের বিবরণ
Lucky Pozzo-এর দাস এবং শ্রমিক, যিনি তার উপর শারীরিক ও মানসিক চাপ সহ্য করেন। Waiting for Godot এ Lucky-র চরিত্র আধুনিক সমাজের শোষণ, শ্রমিকদের অবমূল্যায়ন এবং ক্ষমতার অন্যায় ব্যবহারকে প্রতিফলিত করে।
তার ব্যথা, বোঝা এবং উপেক্ষিত অবস্থা নাটকের মূলে থাকা সামাজিক ও মানসিক নিগ্রহের প্রতীক। Beckett-এর মাধ্যমে Lucky মানব জীবনের শোষণ, অসহায়তা এবং কর্তৃত্বের দমনমূলক প্রকৃতির প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 23 hours ago
How is time presented in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Circular and repetitive
B
Linear and progressive
C
Historical and factual
D
Symbolic and mythical only
সময় এখানে একেবারে বৃত্তাকার। একই ঘটনা পুনরাবৃত্ত হয়। চরিত্ররা জানে না গতকাল কী হয়েছিল, আগামীকাল কী হবে। এটি জীবনের অসার পুনরাবৃত্তির প্রতীক।

0
Updated: 2 weeks ago
What classical dramatic unity is subverted in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Unity of action
B
Unity of time
C
Unity of place
D
All three unities
Aristotle–এর তিনটি dramatic unity–কে Beckett ভেঙে দিয়েছেন। এখানে সময় অস্পষ্ট, স্থান অনির্দিষ্ট, আর ঘটনাও পুনরাবৃত্ত। Absurdist নাটকের এটাই বৈশিষ্ট্য।

0
Updated: 2 weeks ago
What idea is reinforced by the fact that Godot never arrives in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Futility of hope and endless waiting
B
Proof of God’s punishment
C
Success of the rebellion
D
Importance of friendship only
Godot কখনো আসে না, কেবল প্রতিশ্রুতি দেয়। এটি মানুষের চিরন্তন অপেক্ষার প্রতীক। ধর্ম, রাজনীতি বা ভবিষ্যৎ—সবকিছুর প্রতিশ্রুতি একরকম মায়া। Beckett দেখিয়েছেন মানুষ আশা ধরে রাখলেও বাস্তবে মুক্তি আসে না।

0
Updated: 2 weeks ago