What is the role of Pozzo in Waiting for Godot?
A
He is Godot
B
He is a friend of the protagonists
C
He is a wealthy, controlling figure who represents power and domination
D
He symbolises hope
উত্তরের বিবরণ
Pozzo একজন ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি, যার আচরণ ভ্লাদিমির এবং এসট্রাগনের সাথে অত্যাচারমূলক। Waiting for Godot এ Pozzo-র চরিত্র আধুনিক সমাজে ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক।
তিনি Lucky-কে দাসের মতো ব্যবহার করে তার ক্ষমতা প্রদর্শন করেন। Beckett-এর মাধ্যমে Pozzo শক্তির ন্যায় এবং মানুষের শোষণের প্রতীক। নাটকে তার উপস্থিতি ভ্লাদিমির এবং এসট্রাগনের মানসিক দ্বন্দ্ব এবং সীমাবদ্ধতাকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।

0
Updated: 23 hours ago
What does the uncertainty about place in the play Waiting for Godot emphasise?
Created: 2 weeks ago
A
Universality of human condition
B
Specific historical event
C
Detailed geography of France
D
Biblical location only
নাটকের স্থান অনির্দিষ্ট। কেবল একটি রাস্তা ও গাছ। এটি বোঝায় নাটকটি কোনো নির্দিষ্ট দেশের নয়, বরং সবার অভিজ্ঞতা। মানুষের অবস্থাই এখানে মূল বিষয়।

0
Updated: 2 weeks ago
What element of comedy is used heavily in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Satire of politics
B
Wit and epigrams
C
Slapstick and vaudeville routines
D
Farce of aristocrats
Estragon ও Vladimir প্রায়ই physical comedy করে, টুপি পাল্টানো, পড়ে যাওয়া ইত্যাদি। এই কৌতুক গম্ভীর বিষয়কে হালকা করে তোলে। Beckett tragedicomic ধারা তৈরি করেছেন।

0
Updated: 2 weeks ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।

0
Updated: 2 weeks ago