What is the significance of the repeated water imagery in the poem The Waste Land?
A
It represents life, fertility, and spiritual rejuvenation
B
It only describes geographical landscapes
C
It emphasises urban decay
D
It symbolises material wealth
উত্তরের বিবরণ
The Waste Land কবিতায় জলকে জীবনের পুনর্জাগরণ এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে, এখানে জল কখনও অনুপস্থিত বা দূষিত থাকে, যা মানব সভ্যতার ক্ষয় এবং মানসিক শূন্যতার দিকে ইঙ্গিত করে।
Eliot এই জলচিত্র ব্যবহার করে মানসিক, আধ্যাত্মিক এবং প্রাকৃতিক পুনর্জীবনের ধারণা প্রকাশ করেছেন।

0
Updated: 23 hours ago
Which prophet is indirectly referenced through the dry bones image in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Ezekiel
B
Isaiah
C
Jeremiah
D
Daniel
Dry bones–এর কাহিনি এসেছে Book of Ezekiel থেকে। ঈশ্বর সেই শুকনো হাড়ে প্রাণ আনেন।
Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের মৃতপ্রায় অবস্থাকে বোঝাতে। আধ্যাত্মিক শক্তি হারিয়ে মানুষ কেবল হাড়ের মতো পড়ে আছে। পুনর্জন্মের সম্ভাবনা থাকলেও Eliot দেখিয়েছেন সেটি অনিশ্চিত।

0
Updated: 1 week ago
What is the primary theme of The Waste Land?
Created: 1 day ago
A
Nature’s beauty and human harmony
B
Disillusionment and spiritual desolation of post-war Europe
C
Romantic love and longing
D
Celebration of urban life
The Waste Land মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের মানসিক ও আধ্যাত্মিক শূন্যতা এবং হতাশা নিয়ে লেখা। Eliot দেখিয়েছেন কীভাবে যুদ্ধ মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।
কবিতায় প্রতীক, চিত্রকল্প এবং আধ্যাত্মিক হ্রাসের মাধ্যমে আধুনিক জীবনের অনিশ্চয়তা ফুটিয়ে তোলা হয়েছে।

0
Updated: 1 day ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 week ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।

0
Updated: 1 week ago