সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
A
১০ নং অনুচ্ছেদে
B
২১ (২) নং অনুচ্ছেদে
C
২৭ নং অনুচ্ছেদে
D
২৮ (২) নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে।
অনুচ্ছেদ ২৮-এ স্পষ্টভাবে বলা হয়েছে:
-
২৮(১): কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানকে কেন্দ্র করে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র পক্ষপাত বা বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
-
২৮(২): দেশের রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে।
-
২৮(৩): উপরের উল্লেখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো নাগরিককে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কিংবা বিনোদন ও বিশ্রামের স্থান ব্যবহারে বাধা দেওয়া যাবে না।
-
২৮(৪): নারী ও শিশুদের কল্যাণ অথবা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বিশেষ আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
এছাড়াও আরও কিছু অনুচ্ছেদে নাগরিক অধিকার ও সমতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে:
-
অনুচ্ছেদ ১০: এখানে সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
-
অনুচ্ছেদ ২৭: প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান মর্যাদা এবং সুরক্ষার অধিকার রাখেন।
-
অনুচ্ছেদ ২১(২): প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব হলো সর্বদা জনগণের সেবা করা।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান

0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে?
Created: 4 weeks ago
A
১১নং অনুচ্ছেদে
B
১৪নং অনুচ্ছেদে
C
২২নং অনুচ্ছেদে
D
১৬নং অনুচ্ছেদে
সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষ—কৃষক, শ্রমিক এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।
-
সংবিধানের ১১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে: “গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা।”
-
সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।”
-
সংবিধানের ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ।”
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 4 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ২২
B
অনুচ্ছেদ ২৩
C
অনুচ্ছেদ ২৪
D
অনুচ্ছেদ ২৫
বাংলাদেশের সংবিধানের পররাষ্ট্রনীতি (দ্বিতীয় অধ্যায়, অনুচ্ছেদ ২৫)
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ২৫ নং অনুচ্ছেদে দেশের পররাষ্ট্রনীতির মূল দিকগুলো তুলে ধরা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে কয়েকটি মূল নীতি:
-
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়ন: বিশ্বের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা: অন্য দেশের স্বাধীনতা ও সমতা মেনে চলা।
-
অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতির প্রতি শ্রদ্ধা।
এই নীতিগুলোর ভিত্তিতে রাষ্ট্র তিনটি গুরুত্বপূর্ণ কাজ করবে:
-
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি ব্যবহার এড়ানো এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালানো।
-
(খ) প্রত্যেক জাতির স্বাধীনভাবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ার অধিকার সমর্থন করা।
-
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যের বিরুদ্ধে নিপীড়িত জনগণের ন্যায্য সংগ্রাম সমর্থন করা।
সংক্ষেপে, এই অনুচ্ছেদটি বাংলাদেশকে একটি শান্তিপ্রিয়, ন্যায়পরায়ণ ও সমমর্যাদাপূর্ণ আন্তর্জাতিক নীতি অনুসরণের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে।
সংযুক্ত অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণ।
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতি নিদর্শনের সংরক্ষণ।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 week ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 6 days ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 6 days ago