In T. S. Eliot's poem The Waste Land, which section begins with the lines titled “A Game of Chess”?
A
The Burial of the Dead
B
A Game of Chess
C
The Fire Sermon
D
What the Thunder Said
উত্তরের বিবরণ
The Waste Land এর দ্বিতীয় অংশের শিরোনাম A Game of Chess. এই অংশে আধুনিক জীবনের শূন্যতা এবং মানুষদের সম্পর্কের জটিলতা ও নীরসতা চিত্রিত হয়েছে। Eliot এখানে সামাজিক রীতি, সম্পর্কের শীতলতা এবং মানসিক বিচ্ছিন্নতা তুলে ধরেছেন।

1
Updated: 23 hours ago
What is the main theme of The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Anxiety and hesitation
B
Love and passion
C
War and peace
D
Nature and beauty

0
Updated: 1 month ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।

1
Updated: 2 weeks ago
What metaphor does Prufrock use to describe the evening sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
“Like a patient etherised upon a table”
B
“Like a flower blooming in silence”
C
“Like a candle burning in the dark”
D
“Like a child sleeping in a cradle”
সন্ধ্যার আকাশকে Prufrock তুলনা করেছে এক অচেতন রোগীর সাথে। এটি সাধারণ রোমান্টিক বর্ণনার বিপরীত। Eliot ইচ্ছে করেই ভীতিকর ছবি ব্যবহার করেছেন, যাতে আধুনিক জীবনের স্থবিরতা ও অসাড়তা ধরা পড়ে। আকাশ যেন প্রাণহীন হয়ে অপারেশনের টেবিলে পড়ে আছে।

0
Updated: 2 weeks ago