In The Love Song of J. Alfred Prufrock, what does Prufrock fear most in social interactions?
A
Being judged and misunderstood
B
Being ignored and forgotten
C
Losing his social status
D
Experiencing failure at work
উত্তরের বিবরণ
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, প্রুফ্রকের সবচেয়ে বড় ভয় হলো সামাজিক সমালোচনা এবং ভুল বোঝাবুঝি। সে তার আচরণ, ভাবনা এবং আবেগ প্রকাশ করতে দ্বিধা বোধ করে, কারণ সে জানে যে সমাজ তাকে বোঝাবে না।
Eliot প্রুফ্রকের এই ভয় এবং আত্ম-সন্দেহের মাধ্যমে আধুনিক ব্যক্তির মানসিক অস্থিরতা এবং নিঃসঙ্গতার চিত্র ফুটিয়েছেন।

0
Updated: 23 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 2 months ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।

0
Updated: 2 weeks ago
What does Prufrock compare the evening sky to in the opening lines of the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
A patient etherised upon a table
B
A painting hanging in a gallery
C
A lion resting in the jungle
D
A candle flickering in the dark
Prufrock কবিতার প্রথম লাইনে সন্ধ্যার আকাশকে তুলনা করেছেন “a patient etherised upon a table” এর সাথে। এই উপমাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে Eliot চেয়েছেন আধুনিক জীবনের স্থবিরতা, অসহায়তা এবং নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরতে।
একজন রোগী যখন অপারেশনের জন্য টেবিলে শুয়ে থাকে, তখন সে কোনো নড়াচড়া করতে পারে না, সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকে। ঠিক একইভাবে, Prufrock–এর চোখে আধুনিক সমাজও নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়েছে। অন্য অপশনগুলো যেমন “painting in a gallery” বা “lion in the jungle” বা “candle in the dark” — এগুলো কবিতায় নেই, আর এগুলো Eliot–এর উদ্দিষ্ট অচেতন এবং হতাশাজনক মুড তৈরি করতে পারত না।
Eliot ইচ্ছে করেই এমন এক অস্বস্তিকর এবং শকিং চিত্র ব্যবহার করেছেন যাতে পাঠক হঠাৎ থেমে যায় এবং বুঝতে পারে কবিতার বর্ণনা সাধারণ রোমান্টিক নয়।
তাই সঠিক উত্তর হচ্ছে অপশন (a) — এটি আধুনিকতার এক রকম প্রতীক, যা স্থবির, অচেতন, এবং অস্তিত্ব সংকটের সাথে জড়িত।

1
Updated: 2 weeks ago