What literary device is used in the line “In the room the women come and go / Talking of Michelangelo”?
A
Hyperbole
B
Alliteration
C
Repetition
D
Irony
উত্তরের বিবরণ
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, “In the room the women come and go / Talking of Michelangelo” লাইনটিতে আয়রনি (Irony) ব্যবহৃত হয়েছে। এখানে সামাজিক কথোপকথন,
যেমন “Michelangelo” নিয়ে আলোচনা, প্রুফ্রকের জন্য এক ধরনের ব্যর্থতা এবং বিচ্ছিন্নতার প্রতীক। সে বুঝতে পারে যে, এই সামাজিক আড্ডা তার অন্তর্দ্বন্দ্ব এবং আত্ম-সন্দেহের জন্য কোনো সহায়ক নয়, বরং তাকে আরও বিচ্ছিন্ন করে।

0
Updated: 23 hours ago
What phrase refers to the sexual emptiness of the typist’s life in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
“The young man carbuncular”
B
“The noble knight”
C
“The holy prophet”
D
“The tired pilgrim”
"The Waste Land" কবিতায় Typist–এর কাছে আসে এক তরুণ, যাকে বলা হয়েছে “young man carbuncular।” সে একেবারে কদর্য ও কামুক। তার সাথে সম্পর্ক যান্ত্রিক, আবেগহীন। Eliot এই চরিত্র দিয়ে আধুনিক যৌনতার হতাশা ও ভোগবাদী দিক প্রকাশ করেছেন।

0
Updated: 1 week ago
What is the role of time in The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 day ago
A
Time is depicted as irrelevant and meaningless
B
Time symbolises only natural cycles
C
Time emphasises Prufrock’s hesitation and fear of change
D
Time is a source of pleasure and opportunity
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, সময় প্রুফ্রকের দ্বিধা এবং পরিবর্তনের ভয়কে আরও প্রভাবিত করে। Eliot প্রুফ্রকের জন্য সময়কে এমন একটি শক্তি হিসেবে দেখান যা তাকে অস্থির এবং অনিশ্চিত করে।
প্রুফ্রক তার জীবন এবং প্রেমের সুযোগগুলো ব্যবহার করতে অক্ষম, কারণ সে সময়ের প্রবাহের কারণে তার মানসিক দ্বন্দ্ব এবং অনিশ্চয়তার শিকার। এটি আধুনিক জীবনের ক্ষণস্থায়িতা এবং মানুষের ভয়কে চিত্রিত করে।

0
Updated: 1 day ago
What phrase expresses Prufrock’s sense of wasted years in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“I have crossed the shining rivers of time”
B
“I have danced beneath the endless stars”
C
“I have known the evenings, mornings, afternoons”
D
“I have walked the deserts of despair”
Prufrock বলে, সে ইতিমধ্যেই সন্ধ্যা, সকাল, দুপুর — সবকিছুকে চিনেছে। এই লাইন তার জীবনের একঘেয়েমি ও অর্থহীনতা বোঝায়। দিনগুলো আসে, চলে যায়, কিন্তু কোনো পরিবর্তন বা সার্থকতা আসে না। Eliot এই সাধারণ সময়ের তালিকা ব্যবহার করে আধুনিক জীবনের শূন্যতা ফুটিয়ে তুলেছেন।

0
Updated: 1 week ago