What is Marlow’s attitude toward imperialism?
A
He fully supports it
B
He is indifferent
C
He is critical and aware of its hypocrisy
D
He is oblivious to it
উত্তরের বিবরণ
Marlow Heart of Darkness এ উপনিবেশবাদ এবং এর আড়ম্বরপূর্ণ “civilizing mission” নিয়ে সমালোচক। তিনি দেখেন যে, ইউরোপীয়রা যেভাবে আফ্রিকার সম্পদ ও মানুষদের শোষণ করছে, তা নৈতিকভাবে ভুল এবং ধ্বংসাত্মক। Conrad মার্লোর দৃষ্টিকোণ ব্যবহার করে colonialism-এর দ্বন্দ্ব, মানুষের শোষণ এবং সভ্যতার ছদ্মবেশ প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
Who is the author of Heart of Darkness?
Created: 2 months ago
A
Joseph Conrad
B
Charles Dickens
C
Thomas Hardy
D
D. H. Lawrence

0
Updated: 2 months ago
What is the main commodity exploited in Africa in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
Ivory
B
Gold
C
Rubber
D
Silver
Ivory বা হাতির দাঁত হলো প্রধান বাণিজ্যপণ্য। ইউরোপীয়রা আফ্রিকার হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এবং সম্পদ হিসেবে নিয়ে যায়। Kurtz–এর লোভ, কোম্পানির ব্যবসা—সবকিছুর মূলেই ছিল ivory। Conrad দেখিয়েছেন কিভাবে প্রাকৃতিক সম্পদের লোভ মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 2 weeks ago
What is the fate of Marlow’s helmsman in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
He is killed by a spear
B
He deserts the boat
C
He joins Kurtz
D
He becomes the Manager’s ally
Marlow–এর স্টিমবোটে থাকা হেলসম্যান স্থানীয়দের আক্রমণে বর্শার আঘাতে মারা যায়। Marlow প্রথমে তার মৃত্যুতে অবাক হলেও পরে তা মেনে নেয়। এই মৃত্যু ঔপনিবেশিকতার নির্মম বাস্তবতা বোঝায়।

0
Updated: 2 weeks ago