What role does colonialism play in the novel "Heart of Darkness"?
A
It is portrayed as a civilising mission
B
It is depicted as exploitative and destructive
C
It is irrelevant to the plot
D
It is a background element with no moral implications
উত্তরের বিবরণ
Heart of Darkness এ Conrad ইউরোপীয় উপনিবেশবাদকে নিগ্রহমূলক এবং ধ্বংসাত্মক হিসেবে দেখিয়েছেন। আফ্রিকার স্থানীয় মানুষদের শোষণ, সম্পদের লুটপাট এবং নৈতিক বিপর্যয় colonialism-এর প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে।
এই শোষণ শুধু অর্থনৈতিক নয়, বরং আধ্যাত্মিক ও মানসিকভাবে স্থানীয় মানুষদের ক্ষতিগ্রস্ত করে। Conrad মূলত colonialism-এর অন্তর্নিহিত অহংকার, মানবতার প্রতি অবহেলা এবং নৈতিক অন্ধকারকে প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।

0
Updated: 2 weeks ago
What is symbolized by the Congo River in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
A journey into the unconscious
B
A path to political power
C
A bridge to European wealth
D
A site of religious harmony
কঙ্গো নদী Marlow–এর ভ্রমণপথ হলেও প্রতীকীভাবে এটি মানুষের অচেতন মনের যাত্রা। নদীর বাঁকগুলো অজানা ভয়ের প্রতীক। Marlow যখন ভেতরের দিকে যায়, তখন সে সভ্যতার মুখোশ ছাড়িয়ে আসল অন্ধকার দেখতে পায়। Conrad নদীকে ব্যবহার করেছেন আত্ম-অনুসন্ধানের প্রতীক হিসেবে।

0
Updated: 2 weeks ago
Who wrote the novella 'Heart of Darkness'?
Created: 2 weeks ago
A
Joseph Conrad
B
Doris Lessing
C
John Osborne
D
Thomas Hardy
Heart of Darkness একটি novella যা Joseph Conrad রচনা করেন এবং প্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালে। এই কাহিনীটি পশ্চিমা ঔপনিবেশিকতার বিভীষিকাগুলোকে বিশ্লেষণ করে, দেখায় যে শোষণ কেবল ভূখণ্ড ও জনগণকে কলুষিত করে না,
বরং যারা এই শোষণ চালায় তাদেরকেও নৈতিকভাবে প্রভাবিত করে। গল্পটি শুরু হয় Thames নদীতে ভাসমান একটি নৌকায় কিছু যাত্রীদের সঙ্গে।
-
লেখক: Joseph Conrad
-
প্রকাশকাল: ১৮৯৯
-
মূল থিম: Western colonialism এর ভয়াবহতা এবং নৈতিক কলুষণ
-
শুরু: Thames নদীতে নৌকায় কিছু যাত্রী
Joseph Conrad (জন্ম: ডিসেম্বর ৩, ১৮৫৭ – মৃত্যু: আগস্ট ৩, ১৯২৪) কে Jozef Teodor Konrad Korzeniowski নামেও জানা যায়। তিনি একজন English novelist ও short-story writer।
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Heart of Darkness
-
Lord Jim
-
Nostromo
-
The Secret Agent
-
Typhoon
-
Under Western Eyes
-
Victory
-
Youth
-

0
Updated: 2 weeks ago