In Death of a Salesman, how does the playwright depict the conflict between reality and illusion in Willy Loman’s life?”
A
Willy always faces reality
B
Willy often escapes reality with illusions and dreams
C
Dreams are shown as achievable
D
Reality is ignored by all characters
উত্তরের বিবরণ
Death of a Salesman এ Willy লোমান বাস্তবতা থেকে পালিয়ে কল্পনা এবং অতীতের স্মৃতিতে জীবন কাটান। Arthur Miller দেখান যে, তাঁর স্বপ্ন এবং American Dream-এর অতিরঞ্জিত প্রত্যাশা তাকে বাস্তব জীবন এবং পারিবারিক সম্পর্কের সঙ্গে সংঘর্ষে ফেলে।
নাটকে এই বাস্তবতা বনাম কল্পনার দ্বন্দ্ব তার মানসিক ধ্বংস, পরিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং চূড়ান্ত ট্র্যাজেডির মূল উৎস।

0
Updated: 1 day ago
Why is Willy Loman considered a tragic hero in modern literature?
Created: 1 week ago
A
Because he dreams beyond his limits
B
Because of poverty
C
Because he died in a car accident
D
Because he commits suicide
Willy Loman আধুনিক সাহিত্যে এক ট্র্যাজিক হিরো হিসেবে পরিচিত। তিনি একজন সাধারণ সেলসম্যান। তার ট্র্যাজিক বৈশিষ্ট্য হলো—তিনি নিজের সীমাবদ্ধতা না বুঝে সবসময় সীমার বাইরে স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন জনপ্রিয়তা, ব্যক্তিত্ব আর পরিচিতিই সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু বাস্তবে কঠোর পরিশ্রম ও দক্ষতা ছাড়া সেই স্বপ্ন পূর্ণ হয় না। Willy সেই সত্য মানতে চান না। তিনি নিজের ভ্রান্ত বিশ্বাস আঁকড়ে ধরেন, আর ধীরে ধীরে ব্যর্থতার গহ্বরে তলিয়ে যান। তার এই অন্ধ স্বপ্ন তাকে পরিবার, চাকরি এবং মানসিক শান্তি থেকে বঞ্চিত করে। শেষ পর্যন্ত আত্মহত্যা করলেও, তার পতনের আসল কারণ হলো সীমাহীন স্বপ্নের মোহ। তাই Willy আধুনিক সাহিত্যের এক অসাধারণ ট্র্যাজিক নায়ক।

0
Updated: 1 week ago
What does Happy’s final vow at the Requiem reveal about him?
Created: 1 week ago
A
He rejects Willy’s dream
B
He continues Willy’s illusions
C
He plans to move abroad
D
He blames Biff for Willy’s death
Requiem-এ Happy ঘোষণা দেয়—সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। এটি দেখায় যে Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিম Happy-এর ভেতর বেঁচে আছে। Happy বাস্তবতা বুঝতে চায় না, বরং বাবার মতই মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে। তার ভাই Biff সত্য বুঝে স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু Happy অন্ধভাবে ভুল পথে এগিয়ে যায়। এই অবস্থান নাটকের ট্র্যাজিক বৃত্তকে আরও শক্ত করে। Willy যেমন ব্যর্থ হয়েছিল, Happy-ও একই ভ্রান্তির ফাঁদে আটকে যায়।

0
Updated: 1 week ago
What is the dramatic role of Howard Wagner?
Created: 1 week ago
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।

0
Updated: 1 week ago