CTBT চুক্তি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
A
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ
B
সামরিক ঘাঁটি অপসারণ
C
রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ
D
জৈবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
উত্তরের বিবরণ
CTBT, বা Comprehensive Nuclear Test Ban Treaty, হলো একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এর মূল উদ্দেশ্য হলো সামরিক ও বেসামরিক সকল ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা।
-
জাতিসংঘের সাধারণ পরিষদ চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
-
স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি।
-
অনুমোদিত দেশ: ১৭৮টি।
-
৯টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, নেপাল, রাশিয়া, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, ইয়েমেন।
-
বাংলাদেশ CTBT স্বাক্ষর করে: ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে, দক্ষিণ এশিয়ায় প্রথম।
-
বাংলাদেশ ১২৯তম স্বাক্ষরকারী দেশ।
-
বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে: ৮ মার্চ, ২০০০।

0
Updated: 1 day ago
CTBT চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোথায়?
Created: 2 weeks ago
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
অটোয়া,কানাডা
C
প্যারিস, ফ্রান্স
D
জেনেভা, সুইজারল্যান্ড
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) বা Comprehensive Nuclear-Test-Ban Treaty হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা সকল প্রকার পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে গৃহীত।
-
স্বাক্ষরিত: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেননি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেননি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশ স্বাক্ষর করে: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
উল্লেখযোগ্য তথ্য
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
-
রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
-
বর্তমানে চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

0
Updated: 2 weeks ago
কোন দেশ CTBT-তে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি?
Created: 1 week ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ইরান
D
বর্ণিত সবগুলো
CTBT হলো Comprehensive Nuclear Test Ban Treaty, যা সামরিক ও বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে। চুক্তিটি জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ সেপ্টেম্বর, ১৯৯৬-এ গ্রহণ করা হয় এবং স্বাক্ষরিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬-এ। বর্তমানে ১৮৭টি দেশ স্বাক্ষর করেছে এবং এর মধ্যে ১৭৮টি দেশ অনুমোদন দিয়েছে। চুক্তির বাস্তবায়ন সংস্থা হলো CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization), যার সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া-তে অবস্থিত।
-
৯টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেননি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, নেপাল, রাশিয়া, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, ইয়েমেন
উৎস:

0
Updated: 1 week ago
Which of the following is related to the ban on nuclear testing?
Created: 3 weeks ago
A
CTBT
B
CBTT
C
CATT
D
BTCA
CTBT (The Comprehensive Nuclear-Test-Ban Treaty):
-
CTBT হলো একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য সামরিক ও বেসামরিক সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
-
১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তি গৃহীত হয়।
-
বাংলাদেশ ২৪ অক্টোবর ১৯৯৬ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ ২০০০ সালে এটি অনুমোদন করে।
-
CTBT বাস্তবায়নের জন্য CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) নামে একটি সংস্থা কাজ করে, যার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।

0
Updated: 3 weeks ago