"In Arthur Miller’s play Death of a Salesman, what role does Charley play in Willy Loman’s life?"
A
Rival salesman
B
Financial and moral support
C
Ignorant neighbor
D
Business competitor
উত্তরের বিবরণ
Charley হলো উইলির বন্ধু এবং তার সহযোগী। Death of a Salesman এ Charley উইলিকে আর্থিক এবং নৈতিক সমর্থন দেয়। তিনি দেখান যে, সত্যিকারের বন্ধুতা হলো সমর্থন এবং বাস্তবতার সঙ্গে যুক্ত থাকা।
Charley-এর মাধ্যমে Arthur Miller দেখান যে, উইলির নিজের অহংকার এবং স্বপ্নের কারণে তিনি বাস্তবতা বুঝতে ব্যর্থ হন, এবং তার সাহায্য প্রায়শই গ্রহণ করতে পারে না।

0
Updated: 1 day ago
Why does Linda repeatedly say, “Attention must be paid”?
Created: 1 week ago
A
To show her authority over the sons
B
To insist that Willy’s suffering deserves dignity
C
To criticize Charley’s behavior
D
To demand insurance money
Linda বারবার বলে—“Attention must be paid.” এই লাইন পুরো নাটকের আবেগের কেন্দ্র। Willy ব্যর্থ হলেও, তিনি একজন মানুষ, একজন স্বামী, একজন বাবা। তার কষ্টকে অবহেলা করা যায় না। Linda এই লাইন দিয়ে সমাজকে এবং তার সন্তানদের মনে করিয়ে দেন, Willy সম্মানের যোগ্য। এখানে নাট্যকার দেখিয়েছেন কিভাবে সমাজ অর্থনৈতিক সফলতাকেই মাপকাঠি বানায়, অথচ মানবিক মর্যাদা ভুলে যায়। Linda-র কণ্ঠ নাটককে মানবিক করে তোলে এবং Willy-এর করুণ অবস্থা দর্শকের চোখে আরও স্পষ্ট হয়।

0
Updated: 1 week ago
What does Happy symbolize in contrast to Biff?
Created: 1 week ago
A
Blind continuation of Willy’s illusions
B
Rejection of the American Dream
C
Success through hard work
D
Connection with nature
Happy হলো Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিমের ধারাবাহিকতা। সে শেষ দৃশ্যে ঘোষণা দেয় যে বাবার স্বপ্ন সে পূর্ণ করবে। Happy ব্যবসার সিঁড়ি বেয়ে উঠতে চায়, যদিও সে জানে এই পথ মিথ্যা। অন্যদিকে, Biff সত্যকে মেনে নেয় এবং বাবার স্বপ্ন প্রত্যাখ্যান করে। এই দ্বন্দ্ব নাটকের কেন্দ্রে—একদিকে ভ্রান্ত স্বপ্নের ধারাবাহিকতা (Happy), অন্যদিকে মুক্তির পথ (Biff)। তাই Happy প্রতীক ভ্রান্তির অন্ধ ধারাবাহিকতার।

0
Updated: 1 week ago
"What is the role of the character Linda Loman in Arthur Miller's play Death of a Salesman?"
Created: 1 day ago
A
She is indifferent to her husband
B
She is a rival to Willy
C
She is a supportive wife trying to protect Willy
D
She encourages Willy’s flaws
Linda Loman নাটকে উইলির স্ত্রী হিসেবে উপস্থিত। তিনি তার স্বামীকে মানসিক ও আবেগিক সমর্থন দেন। Death of a Salesman এ, Linda বারবার উইলির ভুল সিদ্ধান্ত এবং স্বপ্নের পিছু না ফেলার কারণে তাকে সমর্থন এবং সান্ত্বনা দেয়। তিনি পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করেন।
Arthur Miller-এর মাধ্যমে Linda চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে স্ত্রী এবং পরিবারের রক্ষণশীল ভূমিকার গুরুত্ব, এবং কীভাবে পরিবার একটি মানুষের মানসিক অবস্থা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে।

0
Updated: 1 day ago