START চুক্তি মূলত কোন ধরণের অস্ত্র হ্রাসের জন্য গৃহীত হয়েছিল?
A
জৈব অস্ত্র
B
রাসায়নিক অস্ত্র
C
পারমাণবিক কৌশলগত অস্ত্র
D
ভূমি মাইন
উত্তরের বিবরণ
START চুক্তি (Strategic Arms Reduction Treaty)
-
উদ্দেশ্য: কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস ও যুদ্ধের ঝুঁকি কমানো
-
স্বাক্ষরকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
প্রধান পর্যায়:
-
START-I – ৩১ জুলাই ১৯৯১
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরমাণু আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত
-
চুক্তি ২০০৯ সালে শেষ
-
-
START-II – ৩ জানুয়ারি ১৯৯৩
-
START-I-এর পরে আরো কঠোর পদক্ষেপ
-
কার্যকর হয়নি, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়
-
উল্লেখযোগ্য:
-
New START চুক্তি (২০১০) বর্তমানে কার্যকর, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আধুনিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের সংস্করণ।

0
Updated: 1 day ago
নিচের কোনটি জৈব নিরাপকিয়েটো প্রটোকলত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি?
Created: 1 week ago
A
কিয়েটো প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
নাগোয়া প্রটোকল
D
বাসেল কনভেনশন
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
প্রকৃতি: জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
গৃহীত: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
স্বাক্ষরকারী দেশ: ১৭৩টি
অন্য প্রাসঙ্গিক চুক্তি:
-
কিয়েটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল

0
Updated: 1 week ago
OSCE (Organization for Security and Cooperation in Europe)-এর সূচনা হয় কোন চুক্তির মাধ্যমে?
Created: 1 day ago
A
হেলসিঙ্কি চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ব্রাসেলস চুক্তি
D
বুদাপেস্ট চুক্তি
OSCE
-
পূর্ণরূপ: The Organisation for Security and Co-Operation in Europe
-
প্রকার: ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন
-
সদস্য দেশ: ৫৭টি
-
প্রতিষ্ঠা: ১৯৭৫ (হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাসচিব: ফেরিদুন এইচ. সিনিরলিওগলু (তুরস্ক)
বিশেষ তথ্য:
-
১৯৭০-এর দশকে ডিটেনটে পর্ব চলাকালীন, পূর্ব ও পশ্চিমের মধ্যে সংলাপের জন্য Conference on Security and Cooperation in Europe (CSCE) প্রতিষ্ঠিত হয়।
-
১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তি CSCE-কে বহুপাক্ষিক ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত করে, যা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক প্রতিশ্রুতি প্রদান করেছিল।
-
১৯৯০ সালের প্যারিস শীর্ষ সম্মেলন CSCE-কে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে।
-
১৯৯৪ সালের বুদাপেস্ট শীর্ষ সম্মেলন-এ CSCE-এর নাম পরিবর্তন করে OSCE রাখা হয়।

0
Updated: 1 day ago
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
Created: 4 months ago
A
AFTA
B
APTA
C
SAPTA
D
SAFTA
AFTA (ASEAN Free Trade Area)
AFTA বা আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা হলো আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এটি আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠন করা হয়।
মূল তথ্যসমূহ:
-
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ২৮ জানুয়ারি, চতুর্থ আসিয়ান সামিটে।
-
এই চুক্তি কার্যকর হয় ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে।
-
বর্তমানে AFTA এর সদস্য সংখ্যা ১০টি, যেগুলো হলো:
-
মালয়েশিয়া
-
ইন্দোনেশিয়া
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ভিয়েতনাম
-
কম্বোডিয়া
-
লাওস
-
থাইল্যান্ড
-
ব্রুনাই
-
মায়ানমার
-
AFTA এর মাধ্যমে এসব দেশ নিজেদের মধ্যে শুল্কহার হ্রাস ও বাণিজ্য অক্ষমতা দূর করে মুক্ত বাণিজ্য পরিবেশ সৃষ্টি করছে।
উৎস: আসিয়ান ওয়েবসাইট

0
Updated: 4 months ago