'Aksai Chin' অঞ্চলটি নিয়ে চীন ও ভারতের মধ্যে কত সালে যুদ্ধ সংঘটিত হয়?
A
১৯৬২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭১ সালে
D
১৯৮৮ সালে
উত্তরের বিবরণ
চীন–ভারত যুদ্ধ (Sino-Indian War, 1962)
-
সময়কাল: ২০ অক্টোবর ১৯৬২ – ২০ নভেম্বর ১৯৬২
-
যুদ্ধক্ষেত্র: আক্সাই চিন (Aksai Chin) এবং অরুণাচল প্রদেশ (তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি)
-
মূল কারণ: সীমান্ত বিরোধ
-
আক্সাই চিন অঞ্চল নিয়ে দ্বন্দ্ব, যা চীন নিজের অংশ দাবি করে এবং ভারতও এটিকে নিজেদের অংশ মনে করে
-
চীন ১৯৫০-এর দশকের মধ্যে আক্সাই চিনে সড়ক নির্মাণ শুরু করলে ভারত বিরোধিতা করে
-
-
চীনের দাবি:
-
অরুণাচল প্রদেশকে "জ্যাং নান" বলে তিব্বতের অংশ হিসেবে দাবি
-
২৭টি স্থানের নাম চীনা অক্ষর, তিব্বতি ও পিনয়িন ভাষায় প্রকাশ এবং মানচিত্রে স্থানাঙ্কসহ প্রদর্শন
-
-
পরিণতি:
-
১৯৬২ সালের যুদ্ধের পরে চীন ভারতকে ব্যাপকভাবে পরাজিত করে
-
আংশিকভাবে আক্সাই চিনে নিজেদের দখল প্রতিষ্ঠিত করে
-
-
বর্তমান প্রভাব:
-
আক্সাই চিন আজও ভারত–চীনের মধ্যে সীমান্ত বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দু
-
অঞ্চলটির কৌশলগত গুরুত্ব দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়েছে
-

0
Updated: 1 day ago
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
Created: 4 months ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
সাইগ্রাস
D
মরিসাস
কমনওয়েলথ এবং রাজতন্ত্রভুক্ত দেশসমূহ
কমনওয়েলথ একটি রাজনৈতিক জোট, যা মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৬টি। এই জোটের সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মার্লবোরো হাউসে। বর্তমানে কমনওয়েলথের প্রধান হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
বাংলাদেশ ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথে যোগদান করে।
ব্রিটেনের রাজা ও কমনওয়েলথ রাজতন্ত্রভুক্ত দেশসমূহ
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই তার জ্যেষ্ঠ পুত্র রাজা তৃতীয় চার্লস সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি কেবল যুক্তরাজ্যেরই নয়, বরং কমনওয়েলথভুক্ত ১৫টি দেশেরও রাষ্ট্রপ্রধান। এসব দেশ স্বাধীন হলেও তারা এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে।
এই ১৫টি দেশ হলো:
১. যুক্তরাজ্য
২. অস্ট্রেলিয়া
৩. কানাডা
৪. নিউজিল্যান্ড
৫. পাপুয়া নিউ গিনি
৬. টুভালু
৭. সলোমন দ্বীপপুঞ্জ
৮. জ্যামাইকা
৯. বেলিজ
১০. বাহামা
১১. গ্রেনাডা
১২. অ্যান্টিগা ও বারবুডা
১৩. সেন্ট লুসিয়া
১৪. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস
১৫. সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস
এই দেশগুলো সাংবিধানিকভাবে ব্রিটেনের রাজাকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে, যদিও তাদের নিজস্ব স্বায়ত্তশাসন এবং সরকার রয়েছে।
তথ্যসূত্র:
i) Commonwealth অফিসিয়াল ওয়েবসাইট
ii) The Royal Family ওয়েবসাইট
অপশনে দ্বৈত উত্তর রয়েছে

0
Updated: 4 months ago
বর্তমানে রপ্তানিতে শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
যুক্তরাজ্য
বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশসমূহ (২০২৪, UNCTAD রিপোর্ট অনুযায়ী)
-
চীন: ৩.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
যুক্তরাষ্ট্র: ২.০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
জার্মানি: ১.৬৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
নেদারল্যান্ডস: ৭৩৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার
-
জাপান: ৭০৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার
-
দক্ষিণ কোরিয়া: ৬৮৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার
-
ইতালি: ৬৭৪.৮৭ বিলিয়ন মার্কিন ডলার
-
ফ্রান্স: ৬২৬.২ বিলিয়ন মার্কিন ডলার
-
মেক্সিকো: ৬১৭ বিলিয়ন মার্কিন ডলার
-
সিঙ্গাপুর: ৫০৪.৮ বিলিয়ন মার্কিন ডলার
-
দ্রষ্টব্য: রপ্তানিতে শীর্ষ দেশ চীন।

0
Updated: 2 weeks ago
Research and Analysis Wing কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা?
Created: 1 week ago
A
ভারত
B
আমেরিকা
C
রাশিয়া
D
চায়না
ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা RAW জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে এবং এর মাধ্যমে ভারতের বহিরাগত গোয়েন্দা কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হতে থাকে।
-
পূর্ণরূপ: Research and Analysis Wing (RAW)।
-
প্রতিষ্ঠা: ১৯৬৮ সালে।
-
RAW প্রতিষ্ঠার আগে ভারতের Intelligence Bureau (IB) দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করত।
-
প্রথম পরিচালক: রামেশ্বর নাথ কাও।

0
Updated: 1 week ago