Central Intelligence Agency কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
ইসরায়েল
উত্তরের বিবরণ
CIA (Central Intelligence Agency)
-
পূর্ণরূপ: Central Intelligence Agency
-
প্রতিষ্ঠা: ১৯৪৭
-
সদর দপ্তর: ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
দায়িত্ব:
-
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা
-
উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা
-
বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা
-
-
উৎপত্তি: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গঠিত Office of Strategic Services (OSS)-এর উত্তরসূরী হিসেবে CIA-এর জন্ম।

0
Updated: 1 day ago
’আইএসআই (ISI)’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ইরান
B
ভারত
C
ইসরায়েল
D
পাকিস্তান
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
-
বাংলাদেশ →
-
NSI (National Security Intelligence)
-
CID (Criminal Investigation Department)
-
DB (Detective Branch)
-
-
ভারত →
-
RAW (Research and Analysis Wing)
-
CBI (Central Bureau of Investigation)
-
-
পাকিস্তান →
-
ISI (Inter-Services Intelligence)
-
FIA (Federal Investigation Agency)
-
-
রাশিয়া →
-
FSB (Federal Security Service)
-
-
ব্রিটেন →
-
SIS/MI6 (Secret Intelligence Service, Military Intelligence Section 6)
-
-
ইসরায়েল →
-
MOSSAD
-
-
ইরান →
-
SAVAK
-

0
Updated: 2 weeks ago
ফেয়ার ফ্যাক্স কি?
Created: 2 months ago
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।

0
Updated: 2 months ago