What is Prufrock’s main emotional conflict in the poem The Love Song of J. Alfred Prufrock?
A
Choosing between two romantic partners
B
Desire for wealth over love
C
Fear of ageing and social judgment
D
Ambition for professional success
উত্তরের বিবরণ
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, প্রুফ্রকের প্রধান মানসিক দ্বন্দ্ব হলো তার বার্ধক্য এবং সামাজিক বিচার নিয়ে উদ্বেগ। সে নিজের জীবন, আবেগ এবং সামাজিক অবস্থান নিয়ে গভীর অনিশ্চয়তা অনুভব করে।
প্রুফ্রক বার্ধক্য, প্রেমের সুযোগ হারানো এবং সমাজের সমালোচনার ভয় নিয়ে ভীত, যা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আত্ম-প্রকাশকে সীমাবদ্ধ করে। কবি Eliot আধুনিক মানুষের আতঙ্ক এবং অন্তর্দ্বন্দ্বের এক চিত্র তুলে ধরেছেন।

0
Updated: 1 day ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।

0
Updated: 2 weeks ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 2 weeks ago
What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।

0
Updated: 1 week ago