"In Joseph Conrad’s novel Heart of Darkness, what is the significance of Kurtz’s final words, ‘The horror! The horror! What do these words reveal about his character and the themes of the novel?"
A
Joy of freedom
B
Realisation of moral decay and human cruelty
C
Happiness and relief
D
Confusion about geography
উত্তরের বিবরণ
Kurtz-এর শেষ বাক্য “The horror! The horror!” তার জীবনের নৈতিক পতন, মানুষের ক্রূরতা এবং ক্ষমতার অন্ধকারকে প্রকাশ করে। Conrad দেখিয়েছেন যে, মানুষের লোভ এবং শক্তি তার নৈতিকতা ধ্বংস করতে পারে।
এই বাক্য উপন্যাসের মূল থিম, যেখানে ক্ষমতা এবং সভ্যতার অন্ধকার একসাথে ফুটে উঠেছে।

0
Updated: 1 day ago
What effect does Kurtz’s voice have on others in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
It captivates and dominates
B
It frightens and silences
C
It heals and comforts
D
It confuses and distracts
Kurtz–এর কণ্ঠ এত শক্তিশালী যে সবাই মুগ্ধ হয়। সে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে অন্যদের নিয়ন্ত্রণ করে। তার প্রতিভা আসলে ভাষার শক্তিতে। Conrad দেখিয়েছেন ক্ষমতা কেবল সম্পদে নয়, ভাষাতেও লুকিয়ে আছে।

0
Updated: 2 weeks ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
What is the role of cannibals on Marlow’s steamer in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
Hired workers who show restraint
B
Rebels who attack Europeans
C
Spies of the Company
D
Friends of Kurtz
Cannibals স্টিমবোটে শ্রমিক হিসেবে কাজ করে। যদিও তারা ক্ষুধার্ত, তারা কখনো বিদ্রোহ করে না। Marlow বিস্মিত হয় তাদের সংযম দেখে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা বর্বর বলে, তারাই আসলে বেশি সংযমী।

0
Updated: 2 weeks ago