Which literary technique dominates the narrative in Heart of Darkness?
A
Third-person omniscient
B
First-person frame narrative
C
Stream of consciousness
D
Epic storytelling
উত্তরের বিবরণ
Conrad Heart of Darkness এ frame narrative ব্যবহার করেছেন। মার্লোর অভিজ্ঞতা একজন প্রথম-ব্যক্তির কাহিনীর মাধ্যমে বর্ণিত হয়, যা মূল বক্তার সঙ্গে পাঠকের ঘনিষ্ঠ সংযোগ তৈরি করে। এই পদ্ধতি আফ্রিকার এবং মানুষের নৈতিক অন্ধকারকে আরও অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে।

0
Updated: 1 day ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 2 weeks ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, what does the character Kurtz symbolise?"
Created: 1 day ago
A
European idealism
B
A model colonial administrator
C
Absolute power and moral corruption
D
Innocence of the human soul
Kurtz Heart of Darkness এ ক্ষমতার পূর্ণতা এবং নৈতিক বিপর্যয়ের প্রতীক। তিনি একটি মহান প্রতিভা ও চিন্তাশীল ব্যক্তি হলেও, কংগোর দাসপ্রথা এবং তার অদম্য ক্ষমতা তাকে নৈতিকভাবে হিংস্র ও বিকৃত করে তোলে।
Conrad-এর মাধ্যমে Kurtz-এর চরিত্র দেখায় যে, যখন কোনো ব্যক্তি সমাজের নিয়ম ও নৈতিক বাধা ছাড়িয়ে যায়, তখন ক্ষমতা তাকে দমনমূলক এবং বিপর্যয়কর হয়ে তোলে। তার অবশেষ এবং মৃত্যু সভ্যতার সীমাবদ্ধতা এবং মানুষের অন্ধকার দিককে প্রতিফলিত করে।

0
Updated: 1 day ago
What effect does Kurtz’s voice have on others in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
It captivates and dominates
B
It frightens and silences
C
It heals and comforts
D
It confuses and distracts
Kurtz–এর কণ্ঠ এত শক্তিশালী যে সবাই মুগ্ধ হয়। সে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে অন্যদের নিয়ন্ত্রণ করে। তার প্রতিভা আসলে ভাষার শক্তিতে। Conrad দেখিয়েছেন ক্ষমতা কেবল সম্পদে নয়, ভাষাতেও লুকিয়ে আছে।

0
Updated: 2 weeks ago