What is the significance of the Congo River in the novel Heart of Darkness?
A
It is just a means of transportation
B
It represents European industrial progress
C
It is a boundary for colonial territories
D
It symbolises the journey into the human psyche and moral darkness
উত্তরের বিবরণ
Congo River Heart of Darkness এ মানুষের অন্তর্দৃষ্টি এবং নৈতিক অন্ধকারের প্রতীক। মার্লোর ভ্রমণ নদী বরাবর আফ্রিকার গভীর অঞ্চলে প্রবেশের সাথে মিলিত হয়, যা তার নিজস্ব এবং মানুষের প্রকৃতির অন্ধকারের প্রতিফলন ঘটায়।
Conrad নদীকে একটি আবেগিক ও আধ্যাত্মিক যাত্রার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা আধুনিক সভ্যতার নৈতিক সীমাবদ্ধতা, লোভ এবং অব্যবস্থাকে প্রকাশ করে

0
Updated: 1 day ago
What phrase does Marlow use to describe Kurtz in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
“Hollow at the core”
B
“A noble man”
C
“A savior of the people”
D
“A messenger of light”
Marlow Kurtz–কে বলেন “hollow at the core।” Kurtz প্রথমে আদর্শবাদী মনে হলেও শেষে বোঝা যায় তার ভেতরে কিছু নেই। কেবল লোভ, ক্ষমতা আর পাগলামি। এটি ঔপনিবেশিকতার ভেতরের শূন্যতার প্রতীক।

0
Updated: 2 weeks ago
What is the Manager’s main strength in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
His ability to survive illness
B
His business skill
C
His honesty
D
His courage
Manager খুব দক্ষ নয়, না আছে প্রতিভা। কিন্তু সে অসুস্থ হয় না, টিকে থাকতে পারে। এই টিকে থাকার ক্ষমতাই তাকে উপরে উঠিয়ে দিয়েছে। Conrad দেখিয়েছেন, যোগ্যতা নয়, বরং বেঁচে থাকার ক্ষমতাই ঔপনিবেশিক ব্যবসায় সাফল্য আনে।

0
Updated: 2 weeks ago
Who is the narrator of Heart of Darkness?
Created: 1 day ago
A
Kurtz
B
Marlow
C
The Director
D
The accountant
Heart of Darkness উপন্যাসের প্রধান কাহনিকার চরিত্র হলো মার্লো। Conrad মার্লোর ভ্রমণ এবং অভিজ্ঞতার মাধ্যমে আফ্রিকার অভ্যন্তর এবং ইউরোপীয় উপনিবেশের জটিলতা চিত্রিত করেছেন। মার্লো শুধুমাত্র নিজের যাত্রার বর্ণনা দেন না, বরং মানব প্রকৃতির অন্ধকার, নৈতিক দ্বন্দ্ব, এবং সভ্যতার সীমাবদ্ধতা বিশ্লেষণ করেন।
তার দর্শনের মাধ্যমে পাঠক কংগোর নিগ্রহ, ধ্বংস এবং সন্ত্রাসের অভিজ্ঞতা উপলব্ধি করে। মার্লো হচ্ছে এক প্রাইমারি অবজার্ভার, যার দৃষ্টিকোণ Conrad-এর সমালোচনামূলক সমাজ-চিন্তাকে সামনে নিয়ে আসে।

0
Updated: 1 day ago