"In Joseph Conrad’s novel Heart of Darkness, what does the character Kurtz symbolise?"
A
European idealism
B
A model colonial administrator
C
Absolute power and moral corruption
D
Innocence of the human soul
উত্তরের বিবরণ
Kurtz Heart of Darkness এ ক্ষমতার পূর্ণতা এবং নৈতিক বিপর্যয়ের প্রতীক। তিনি একটি মহান প্রতিভা ও চিন্তাশীল ব্যক্তি হলেও, কংগোর দাসপ্রথা এবং তার অদম্য ক্ষমতা তাকে নৈতিকভাবে হিংস্র ও বিকৃত করে তোলে।
Conrad-এর মাধ্যমে Kurtz-এর চরিত্র দেখায় যে, যখন কোনো ব্যক্তি সমাজের নিয়ম ও নৈতিক বাধা ছাড়িয়ে যায়, তখন ক্ষমতা তাকে দমনমূলক এবং বিপর্যয়কর হয়ে তোলে। তার অবশেষ এবং মৃত্যু সভ্যতার সীমাবদ্ধতা এবং মানুষের অন্ধকার দিককে প্রতিফলিত করে।

0
Updated: 1 day ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।

0
Updated: 2 weeks ago
Who wrote the novella 'Heart of Darkness'?
Created: 2 weeks ago
A
Joseph Conrad
B
Doris Lessing
C
John Osborne
D
Thomas Hardy
Heart of Darkness একটি novella যা Joseph Conrad রচনা করেন এবং প্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালে। এই কাহিনীটি পশ্চিমা ঔপনিবেশিকতার বিভীষিকাগুলোকে বিশ্লেষণ করে, দেখায় যে শোষণ কেবল ভূখণ্ড ও জনগণকে কলুষিত করে না,
বরং যারা এই শোষণ চালায় তাদেরকেও নৈতিকভাবে প্রভাবিত করে। গল্পটি শুরু হয় Thames নদীতে ভাসমান একটি নৌকায় কিছু যাত্রীদের সঙ্গে।
-
লেখক: Joseph Conrad
-
প্রকাশকাল: ১৮৯৯
-
মূল থিম: Western colonialism এর ভয়াবহতা এবং নৈতিক কলুষণ
-
শুরু: Thames নদীতে নৌকায় কিছু যাত্রী
Joseph Conrad (জন্ম: ডিসেম্বর ৩, ১৮৫৭ – মৃত্যু: আগস্ট ৩, ১৯২৪) কে Jozef Teodor Konrad Korzeniowski নামেও জানা যায়। তিনি একজন English novelist ও short-story writer।
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Heart of Darkness
-
Lord Jim
-
Nostromo
-
The Secret Agent
-
Typhoon
-
Under Western Eyes
-
Victory
-
Youth
-

0
Updated: 2 weeks ago
What is the role of cannibals on Marlow’s steamer in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
Hired workers who show restraint
B
Rebels who attack Europeans
C
Spies of the Company
D
Friends of Kurtz
Cannibals স্টিমবোটে শ্রমিক হিসেবে কাজ করে। যদিও তারা ক্ষুধার্ত, তারা কখনো বিদ্রোহ করে না। Marlow বিস্মিত হয় তাদের সংযম দেখে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা বর্বর বলে, তারাই আসলে বেশি সংযমী।

0
Updated: 2 weeks ago