'জীবনপথে' সনেট সংগ্রহটি কোন কবির রচনা?
A
কালীপ্রসন্ন সিংহ
B
কুসুমকুমারী দাশ
C
কায়কোবাদ
D
কামিনী রায়
উত্তরের বিবরণ
‘জীবনপথে’
-
এটি কামিনী রায় রচিত একটি সনেট সংগ্রহ।
-
গ্রন্থটি ১৯৩০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
কামিনী রায় সম্পর্কে
-
তিনি কবি ও সমাজকর্মী ছিলেন।
-
জন্ম: ১৮৬৪ সালের ১২ অক্টোবর, বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’ প্রকাশিত হয় ১৮৮৯ সালে, যার ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
-
বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯২৯) লাভ করেন।
-
মৃত্যু: ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর।
কামিনী রায়ের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ
-
নির্মাল্য
-
পৌরাণিকী
-
গুঞ্জন (শিশুকাব্য)
-
ধৰ্ম্মপুত্র (অনুবাদ)
-
মাল্য ও নির্মাল্য
-
অশোকসঙ্গীত (সনেট)
-
অম্বা (নাট্যকাব্য)
-
বালিকা শিক্ষার আদর্শ
-
ঠাকুরমার চিঠি
-
দীপ ও ধূপ
-
জীবনপথে (সনেট)

0
Updated: 1 day ago
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
কামিনী রায়
B
কায়কোবাদ
C
প্রেমেন্দ্র মিত্র
D
বুদ্ধদেব বসু
‘আলো ও ছায়া’ হলো কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৮৮৯ সালে।
কামিনী রায়:
-
জন্ম: ১৮৬৪ সালের ১২ অক্টোবর, বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে।
-
পিতা: চণ্ডীচরণ সেন, একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
-
কবিতা লেখা শুরু: মাত্র আট বছর বয়স থেকে।
কামিনী রায়ের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
আলো ও ছায়া
-
নির্মাল্য
-
পৌরাণিক
-
গুঞ্জন
-
মাল্য ও নির্মাল্য ইত্যাদি
উৎস:

0
Updated: 1 week ago
'অশোকসঙ্গীত' কে রচনা করেছেন?
Created: 4 months ago
A
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B
গিরিশচন্দ্র ঘোষ
C
কামিনী রায়
D
চণ্ডীচরণ মুনশী
কামিনী রায়:
- কামিনী রায় ছিলেন কবি ও সমাজকর্মী।
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো:
- নির্মাল্য,
- পৌরাণিকী,
- গুঞ্জন (শিশুকাব্য),
- ধৰ্ম্মপুত্র (অনুবাদ),
- মাল্য ও নির্মাল্য,
- অশোকসঙ্গীত (সনেট),
- অম্বা (নাট্যকাব্য),
- বালিকা শিক্ষার আদর্শ,
- ঠাকুরমার চিঠি,
- দীপ ও ধূপ,
- জীবনপথে (সনেট)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago