'আর্ত শব্দাবলী' কাব্যগ্রন্থটি কার রচনা?
A
হাসান হাফিজুর রহমান
B
হুমায়ুন আজাদ
C
রফিক আজাদ
D
হুমায়ুন কবির
উত্তরের বিবরণ
‘আর্ত শব্দাবলী’
-
এটি হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ।
-
গ্রন্থটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
হাসান হাফিজুর রহমান সম্পর্কে
-
তিনি সাহিত্যিক, সাংবাদিক ও সমালোচক ছিলেন।
-
জন্ম ১৯৩২ সালে জামালপুরে।
-
তাঁর সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয় ভাষা আন্দোলন নিয়ে প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’।
-
তিনি সম্পাদনা করেছেন ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র’।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘বিমুখ প্রান্তর’।
-
মৃত্যু ১৯৮৩ সালে।
হাসান হাফিজুর রহমানের রচিত প্রবন্ধগ্রন্থসমূহ
-
আধুনিক কবি ও কবিতা
-
মূল্যবোধের জন্য
-
সাহিত্য প্রসঙ্গ
-
আলোকিত গহ্বর
হাসান হাফিজুর রহমানের রচিত কাব্যগ্রন্থসমূহ
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
শোকার্ত তরবারি
হাসান হাফিজুর রহমানের রচিত গল্পগ্রন্থ
-
আরো দুটি মৃত্যু

0
Updated: 1 day ago