'সাবিত্রী উপাখ্যান' হাসান আজিজুল হক রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
A
নাটক
B
উপন্যাস
C
গল্পগ্রন্থ
D
প্রবন্ধগ্রন্থ
উত্তরের বিবরণ
‘সাবিত্রী উপাখ্যান’ উপন্যাস
-
এটি হাসান আজিজুল হকের উপন্যাস, যা প্রকাশ পায় তাঁর উপন্যাস ‘আগুনপাখি’ (২০০৬) র সাত বছর পর, অর্থাৎ ২০১৩ সালে।
-
উপন্যাসটি সমাজমনস্ক এবং বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনী একটি সত্য ঘটনা অবলম্বন করে লেখা হয়েছে।
হাসান আজিজুল হকের রচিত গল্পগ্রন্থসমূহ
-
সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য
-
আত্মজা ও একটি করবী গাছ
-
জীবন ঘষে আগুন
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
আমরা অপেক্ষা করছি
-
রোদে যাবো
-
মা-মেয়ের সংসার
-
নির্বাচিত গল্প
-
রাঢ়বঙ্গের গল্প
হাসান আজিজুল হকের রচিত উপন্যাসসমূহ
-
বৃত্তায়ন
-
শিউলি
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
হাসান আজিজুল হকের রচিত প্রবন্ধগ্রন্থসমূহ
-
কথাসাহিত্যের কথকতা
-
অপ্রকাশের ভার
-
অতলের আঁধি
-
ছড়ানো ছিটানো
-
কথা লেখা কথা
হাসান আজিজুল হকের রচিত সম্পাদনাসমূহ
-
জি.সি. দেব রচনাবলী
-
অসীমান্তিক

0
Updated: 1 day ago
'আত্মজা ও একটি করবী গাছ' হাসান আজিজুল হক রচিত-
Created: 1 month ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
গল্পগ্রন্থ
D
প্রবন্ধগ্রন্থ
• হাসান আজিজুল হক
-
মূল পরিচিতি: কথাসাহিত্যিক
• প্রকাশিত গ্রন্থসমূহ:
-
উপন্যাস: আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, শিউলি, বৃত্তায়ন
-
গল্পগ্রন্থ: আমরা অপেক্ষা করেছি, আত্মজা ও একটি করবী গাছ, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
হাসান আজিজুল হক রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
নামহীন গোত্রহীন
B
জীবন ঘষে আগুন
C
আগুন পাখি
D
আত্মজা ও একটি করবী গাছ
‘আগুন পাখি’ উপন্যাস
-
এই উপন্যাস হাসান আজিজুল হক রচিত।
-
কাহিনীর কেন্দ্রবিন্দু হলো তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট এলাকা, যেখানে মানুষের সংগ্রামী জীবন, বিভেদকামী রাজনীতি এবং সাম্প্রদায়িকতা চিত্রায়িত হয়েছে।
-
মেঝ বউ চরিত্রটি উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সুসংবদ্ধতার প্রতীক।
হাসান আজিজুল হকের অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
গল্পগ্রন্থ: নামহীন গোত্রহীন, সমুদ্রের স্বপ্ন, আত্মজা ও একটি করবী গাছ, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, রোদে যাবো, আমরা অপেক্ষা করছি, পাতালে হাসপাতালে।
-
কিশোর উপন্যাস: লাল ঘোড়া আমি।
-
উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ন, শিউলি, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান।

0
Updated: 1 week ago