The final stanza emphasizes a shift from visionary sight to:
A
Complete blindness
B
Deeply felt and thoughtful emotion
C
Scientific observation
D
Religious dogma
উত্তরের বিবরণ
"Immortality Ode"-এর শেষ স্তবকে Wordsworth শৈশবের “visionary gleam” হারানোর স্বীকারোক্তি দেন, তবে তা পূরণ করেন “philosophic mind” এবং “human heart by which we live”-এর মাধ্যমে।
-
তিনি মানব সহানুভূতি, ভালোবাসা এবং প্রকৃতিতে আনন্দ ও সান্ত্বনা খুঁজে পাওয়ার ক্ষমতার গুরুত্ব প্রকাশ করেন।
-
যদিও শৈশবের সরাসরি, স্বপ্নময় দৃষ্টি আর নেই, তবুও ব্যক্তি এখন পৃথিবীর সঙ্গে একটি ধ্যানমগ্ন এবং আবেগপূর্ণ গভীর সংযোগ স্থাপন করতে পারে।
-
এটি শৈশবের অতিপ্রাকৃত দর্শন থেকে প্রাপ্তবয়স্কদের প্রতিফলনমূলক এবং দার্শনিক অনুভূতির দিকে পরিবর্তনকে নির্দেশ করে।
-
শেষ স্তবকটি তাই গভীরভাবে অনুভূত ও চিন্তাশীল আবেগের একটি নিখুঁত উদাহরণ।
-
Wordsworth এখানে দেখান যে, আধ্যাত্মিক দৃষ্টি হারিয়ে গেলেও মানবীয় মন ও হৃদয়ের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের অর্থকে উপলব্ধি করা সম্ভব।

0
Updated: 1 day ago
“Heaven lies about us in our infancy” — this line means:
Created: 1 month ago
A
Children live close to divine truth
B
Heaven is far away from children
C
Infancy is a burden
D
Childhood is full of sins
Wordsworth-এর মতে শিশুদের মনে স্বর্গীয় আলো বা ঈশ্বরীয় আভা থাকে। তারা প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে পারে এবং জগতের আধ্যাত্মিক সত্য অনুভব করতে পারে। শৈশবের সেই অভিজ্ঞতা আসলে আমাদের আদি উৎসের স্মৃতি, যা বড় হতে হতে ফিকে হয়ে যায়। তাই তিনি বলেন, infancy-তে স্বর্গ আমাদের চারপাশে ঘিরে থাকে।

0
Updated: 1 month ago
When was Ode: Intimations of Immortality first published in full form?
Created: 1 month ago
A
1815
B
1798
C
1807
D
1820
Ode: Intimations of Immortality প্রথম আংশিক রূপে 1802 সালে লেখা হলেও সম্পূর্ণ আকারে প্রকাশিত হয় 1807 সালে, Poems in Two Volumes সংকলনে। এটি Wordsworth-এর পরিণত কাব্যচিন্তার প্রতিফলন। কবিতায় তিনি শৈশবের আধ্যাত্মিক আভা হারানোর কথা বলেন এবং প্রকৃতি ও স্মৃতির মাধ্যমে তার পুনরুদ্ধারের সম্ভাবনা খোঁজেন। প্রকাশকাল অনুযায়ী এটি রোমান্টিক যুগের অন্যতম দার্শনিক কবিতা।

0
Updated: 1 month ago
In Ode: Intimations of Immortality, what central loss does Wordsworth express in the opening stanzas?
Created: 6 days ago
A
The inability to see nature’s beauty with childhood radiance
B
The disappearance of spring flowers from the valley
C
The lack of companionship during his poetic journey
D
The silence of birds and rivers in the landscape
ওয়ার্ডসওয়ার্থের Ode: Intimations of Immortality কবিতার শুরুতেই তিনি জানান যে, প্রকৃতি আগের মতো তার চোখে জ্বলজ্বল করছে না। বসন্ত এসেছে, ফুল ফুটেছে, পাখির গান শোনা যাচ্ছে, কিন্তু তার মনে সেই শৈশবের মতো আলো আর আনন্দ নেই।
ছোটবেলায় তিনি প্রকৃতিকে যেন ঈশ্বরীয় আলোর মধ্যে দেখতেন। কিন্তু এখন বয়স ও অভিজ্ঞতা তাকে সেই স্বর্গীয় দৃষ্টি থেকে বঞ্চিত করেছে। এখানে কবি মূলত শৈশবের স্বর্গীয় দৃষ্টি ও আনন্দ হারানোর ব্যথা প্রকাশ করছেন।

0
Updated: 6 days ago