How does Eliot use multiple languages in the poem "The Waste Land"?
A
To confuse the reader
B
To reflect the fragmentation and diversity of culture
C
To indicate geographic settings
D
To simplify poetic structure
উত্তরের বিবরণ
The Waste Land এ Eliot বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন যেমন লাতিন, ফরাসি এবং জার্মান। এটি আধুনিক পৃথিবীর সাংস্কৃতিক বিভ্রান্তি, জটিলতা এবং মানুষের মানসিক বিভ্রান্তিকে প্রতিফলিত করে। ভিন্ন ভাষার ব্যবহার পাঠককে মানসিক এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা দেয়।

0
Updated: 1 day ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।

0
Updated: 2 weeks ago
What myth is evoked through the drowning of Phlebas in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Death and rebirth cycle
B
Creation of the world
C
Descent into Hades
D
Marriage of the gods
Phlebas the Phoenician ডুবে মারা যায়, কিন্তু তার মৃত্যু সময় ও জীবনের চক্রের অংশ। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। যদিও Phlebas ধ্বংস হয়ে গেছে, তার মধ্য দিয়েই বোঝানো হয়েছে যে মৃত্যু আসলে জীবনের অপরিহার্য ধাপ।

0
Updated: 1 week ago
What is the final message or tone of The Waste Land?
Created: 11 hours ago
A
Hopeless despair without any redemption
B
Suggestion of renewal and hope through spiritual or natural restoration
C
Celebration of urban modernity
D
Irony of human greed
The Waste Land এর শেষ অংশ “What the Thunder Said” আধ্যাত্মিক পুনর্জীবন এবং পুনর্গঠনের আভাস দেয়। Eliot দেখান যে, যদিও আধুনিক জীবন ধ্বংসাত্মক, তবুও প্রকৃতি এবং আধ্যাত্মিক বিশ্বাসের মাধ্যমে পুনর্নবীকরণ সম্ভব। কবিতার শেষ টোন এক ধরনের আংশিক আশার সঙ্গে শেষ হয়, যা মানুষের পুনর্গঠন এবং আত্মিক পুনর্জীবনের সম্ভাবনাকে প্রতিফলিত করে।

0
Updated: 11 hours ago