In T.S. Eliot's poem The Waste Land, which section is titled “The Fire Sermon”?
A
The first
B
The second
C
The third
D
The last
উত্তরের বিবরণ
The Fire Sermon কবিতার তৃতীয় অংশ। এই অংশে Eliot নগর জীবনের যৌন, নৈতিক এবং আধ্যাত্মিক দূষণের কথা তুলে ধরেছেন। নদী থেমসে, মানুষদের শোষণ এবং ভ্রান্ত আচরণ প্রতিফলিত হয়।
এখানে পুরাতন ধর্মীয় এবং আধ্যাত্মিক চিত্র ব্যবহার করে Eliot আধুনিক মানুষের শূন্যতা তুলে ধরেছেন।

0
Updated: 1 day ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 2 weeks ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।

0
Updated: 2 weeks ago
What Greek river of the dead is referenced in “The Waste Land”?
Created: 1 week ago
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
মৃত্যুর পর আত্মারা Styx নদী পার হয়ে যেত। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন, যাতে মৃত্যু আর ভাঙা জীবনের চিত্র ফুটে ওঠে। আধুনিক সভ্যতা যেন মৃত্যুর নদীতে ভেসে যাচ্ছে। Styx তাই মৃত্যুর চূড়ান্ত সীমারেখা হয়ে ওঠে "The Waste Land" কবিতায় ।

0
Updated: 1 week ago