"In D. H. Lawrence's novel, how is industrial labour portrayed in relation to family life and individual character?"
A
As irrelevant background
B
As a source of pride and fulfilment
C
As a harsh reality shaping family life and character
D
As a symbol of freedom
উত্তরের বিবরণ
Sons and Lovers* এ Lawrence খনি শ্রম এবং শ্রমজীবী পরিবারের কষ্টকে অত্যন্ত বাস্তবভাবে উপস্থাপন করেছেন। Walter Morel এবং তার পরিবারের দৈনন্দিন জীবন এই কঠোর শ্রমের মধ্যে আবর্তিত।
শ্রমিক জীবনের ক্লান্তি, সীমাবদ্ধতা এবং সামাজিক চাপ পলের মানসিক ও আবেগিক বিকাশকে প্রভাবিত করে। Lawrence দেখান কিভাবে কঠোর শ্রম, আর্থিক সীমাবদ্ধতা এবং সমাজের সীমাবদ্ধতা পরিবারের জীবন এবং যুবকের মানসিক বিকাশকে প্রভাবিত করে।

0
Updated: 1 day ago
What psychological concept is central to the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Oedipus complex
B
Collective unconscious
C
Freudian repression
D
Jungian archetypes
Freud–এর Oedipus complex এই উপন্যাসের কেন্দ্রে। Gertrude তার ছেলেদের জীবনে প্রভাব বিস্তার করে। William মারা গেলে Paul–এর ওপর তার প্রভাব আরও বাড়ে। ফলে Paul নারীদের সাথে পূর্ণ সম্পর্ক গড়তে ব্যর্থ হয়। Lawrence Freud–এর এই ধারণাকে কাহিনির ভেতরে শিল্পিত করেছেন।

0
Updated: 2 weeks ago
What is the ending mood of Paul’s journey in the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Lonely but determined to live
B
Joyful reunion with Miriam
C
Peaceful life with Clara
D
Reconciliation with his father
সবশেষে Paul একা হয়ে যায়। Miriam ও Clara কেউই তার জীবনে স্থায়ী হয় না। মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়। তবুও Paul সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। তার যাত্রা একাকিত্বে ভরা, কিন্তু জীবনের প্রতি দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে।

0
Updated: 2 weeks ago
Who is the youngest Morel child in the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Arthur Morel
B
Paul Morel
C
Annie Morel
D
William Morel
Arthur Morel পরিবারে সবচেয়ে ছোট। তার চরিত্র অনেকটা বাবার মতো অসংযমী। সে সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু স্থির জীবন গড়তে পারে না। তার জীবন Morel পরিবারের অস্থিরতাকে প্রতিফলিত করে।

0
Updated: 2 weeks ago