In T.S. Eliot’s poem The Waste Land, what does the phrase “Unreal City” symbolise?
A
A literal city
B
A perfect society
C
London, representing modern urban alienation
D
A place of spiritual fulfillment
উত্তরের বিবরণ
The Waste Land কবিতায়, “Unreal City” লন্ডনকে নির্দেশ করে, যেখানে মানুষদের জীবন নিস্পৃহ, বিচ্ছিন্ন এবং অস্থির। Eliot নগরায়ণ, আধুনিক জীবন এবং অস্থিরতার মাধ্যমে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতার প্রতিফলন করেছেন। এটি শহরের ভীড় এবং মানুষের অভ্যন্তরীণ শূন্যতার প্রতীক।

0
Updated: 1 day ago
What European city is described as spiritually barren like the desert in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
London
B
Paris
C
Rome
D
Berlin
কবিতায় Eliot লন্ডনকে Waste Land–এর প্রতীক করেছেন। যুদ্ধোত্তর লন্ডন তার চোখে প্রাণহীন, মরুভূমির মতো। মানুষ রাস্তায় হাঁটে, কিন্তু তারা মৃতদের মতো। শহরটি সভ্যতার শূন্যতা ও আধ্যাত্মিক সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
Which river goddess is invoked in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
The Thames
B
The Rhine
C
The Ganges
D
The Nile
কবিতার শেষ অংশে ভারতীয় উপাদান আসে, যেখানে গঙ্গার উল্লেখ আছে। Eliot সংস্কৃত ও হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রভাব নিয়েছিলেন। গঙ্গা এখানে পবিত্রতা, আধ্যাত্মিক শক্তি আর ধ্বংসের পর পুনর্জন্মের প্রতীক।
আধুনিক ইউরোপের Waste Land–এর বিপরীতে গঙ্গা এক ভিন্ন সভ্যতার আধ্যাত্মিক আশা প্রকাশ করে। Eliot দেখিয়েছেন, পূর্বের সংস্কৃতিতে এখনো ধর্মীয় শক্তি আছে।

1
Updated: 2 weeks ago
What nursery rhyme concludes with London Bridge the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
“London Bridge is falling”
B
“Ring a Ring o’ Roses”
C
“Jack and Jill”
D
“Humpty Dumpty”
“The Waste Land” কবিতায় Eliot শেষে শিশুতোষ গান এনেছেন — “London Bridge is falling down।” এখানে শহরের পতন বোঝানো হয়েছে। Nursery rhyme–এর নির্দোষ সুর আধুনিক সভ্যতার পতনের সাথে মিশে ভয়ানক হয়ে ওঠে।

0
Updated: 1 week ago