Who is Tiresias in The Waste Land?
A
A modern city dweller
B
A soldier from World War I
C
A mythical blind prophet
D
A fisherman
উত্তরের বিবরণ
The Waste Land এ, Tiresias গ্রিক পুরাণের অন্ধ জ্যোতিষী। তিনি কবিতায় নারী ও পুরুষ উভয় চরিত্রের দৃষ্টিকোণ ধারণ করেন এবং অতীত ও বর্তমানের জটিলতার মধ্যে মানব অস্তিত্বের অস্পষ্টতা এবং ভ্রান্তিকে প্রতিফলিত করেন। Tiresias-এর মাধ্যমে Eliot সমকালীন সভ্যতার মানসিক এবং আধ্যাত্মিক বিভ্রান্তিকে তুলে ধরেছেন।

0
Updated: 1 day ago
How does Eliot use multiple languages in the poem "The Waste Land"?
Created: 1 day ago
A
To confuse the reader
B
To reflect the fragmentation and diversity of culture
C
To indicate geographic settings
D
To simplify poetic structure
The Waste Land এ Eliot বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন যেমন লাতিন, ফরাসি এবং জার্মান। এটি আধুনিক পৃথিবীর সাংস্কৃতিক বিভ্রান্তি, জটিলতা এবং মানুষের মানসিক বিভ্রান্তিকে প্রতিফলিত করে। ভিন্ন ভাষার ব্যবহার পাঠককে মানসিক এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা দেয়।

0
Updated: 1 day ago
What section of the poem "The Waste Land" contains the line “Unreal City”?
Created: 1 week ago
A
The Burial of the Dead
B
A Game of Chess
C
The Fire Sermon
D
What the Thunder Said
“Unreal City” লাইনটি লন্ডনের বর্ণনায় এসেছে প্রথম অংশে। Eliot এখানে যুদ্ধ-পরবর্তী লন্ডনকে বর্ণনা করেছেন এক মৃত শহর হিসেবে। মানুষ সকালবেলায় দলে দলে অফিসে যাচ্ছে, কিন্তু তারা যেন জীবিত নয়, বরং মৃতদেহের মতো চলছে। এই দৃশ্য আধুনিক সভ্যতার যান্ত্রিকতা ও আত্মাহীনতাকে প্রতীকীভাবে প্রকাশ করে।

0
Updated: 1 week ago
What type of sound contrasts with silence in “The Burial of the Dead” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Thunder of spring rain
B
Murmur of children
C
Cry of wild animals
D
Chant of priests
"The Waste Land" কবিতায় Spring rain এলেও Eliot সেটিকে আনন্দিত নয়, বরং দুঃখের প্রতীক করেছেন। বৃষ্টি শিকড়কে জাগায়, কিন্তু তার সাথে পুরোনো স্মৃতি আর আকাঙ্ক্ষা ফিরে আসে। ফলে বৃষ্টি হয়ে ওঠে স্মৃতি আর যন্ত্রণার শব্দ, যা নীরবতার বিপরীতে দাঁড়ায়।

0
Updated: 1 week ago