What is the primary theme of The Waste Land?
A
Nature’s beauty and human harmony
B
Disillusionment and spiritual desolation of post-war Europe
C
Romantic love and longing
D
Celebration of urban life
উত্তরের বিবরণ
The Waste Land মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের মানসিক ও আধ্যাত্মিক শূন্যতা এবং হতাশা নিয়ে লেখা। Eliot দেখিয়েছেন কীভাবে যুদ্ধ মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।
কবিতায় প্রতীক, চিত্রকল্প এবং আধ্যাত্মিক হ্রাসের মাধ্যমে আধুনিক জীবনের অনিশ্চয়তা ফুটিয়ে তোলা হয়েছে।

0
Updated: 1 day ago
What eastern river is invoked near the end of the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The Yangtze
B
The Ganges
C
The Indus
D
The Mekong
The Waste Land এর শেষ অংশে গঙ্গার উল্লেখ এসেছে। Eliot উপনিষদ থেকে ধারণা নিয়ে গঙ্গাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক করেছেন। পশ্চিমা সমাজ যেখানে ধ্বংসে ভরা, পূর্বে এখনো ধর্মীয় শক্তি ও আধ্যাত্মিকতার আশা আছে। গঙ্গা তাই পবিত্রতার প্রতীক।

0
Updated: 1 week ago
What German expression begins the poem "The Waste Land"’s second speaker?
Created: 1 week ago
A
“Guten Morgen”
B
“Bin gar keine Russin”
C
“Ich liebe dich”
D
“Nein, mein Herr”
"The Waste Land" কবিতায় Marie নিজের পরিচয় দিতে গিয়ে বলে — “Bin gar keine Russin, stamm’ aus Litauen, echt deutsch.” এর মাধ্যমে Eliot দেখিয়েছেন ইউরোপের বহুভাষিকতা আর বিভক্তি। আধুনিকতার জটিলতাকে ফুটিয়ে তুলতে তিনি ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন।

0
Updated: 1 week ago
Which king is connected with the fertility myth of the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Oedipus
B
Fisher King
C
Arthur
D
Lear
"The Waste Land" কবিতায় মুলত Fisher King আহত হয়ে আছে, ফলে তার দেশ শুকিয়ে গেছে। Eliot এই মিথ ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের প্রতীক হিসেবে। আধ্যাত্মিক আঘাতের কারণে সমাজও উর্বরতা হারিয়েছে। Fisher King–এর সুস্থতা মানে হবে পুনর্জন্ম।

0
Updated: 1 week ago