The "splendour in the grass, the glory in the flower" are presented as:
A
Permanent natural beauties that never fade
B
Reminders of the lost visionary gleam, no longer fully perceived by the adult speaker
C
Scientific phenomena to be studied and understood
D
Solely sources of aesthetic pleasure, devoid of deeper meaning
উত্তরের বিবরণ
এই প্রসিদ্ধ লাইন কবিতার এক সংবেদনশীল মুহূর্তে এসেছে। বক্তা স্বীকার করেন যে, প্রকৃতির সৌন্দর্য এখনও বিদ্যমান—যেমন “splendour” এবং “glory”—কিন্তু তিনি আর শৈশবের মতো গভীর, আধ্যাত্মিক এবং প্রায় অতিপ্রাকৃত স্পষ্টতায় তা অনুভব করতে পারছেন না। “Visionary gleam” হারিয়ে গেছে।
-
“Splendour in the grass” এই অভিজ্ঞতাটিকে স্মরণ করায়, যা শৈশবে ঈশ্বরীয় আলোতে দেখা যেত, কিন্তু এখন প্রাপ্তবয়স্ক হিসেবে মানসিকভাবে স্বল্পতর, তবে এখনও গভীরভাবে উপলব্ধ।
-
এখানে মূল বিষয় হলো তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বস্তু বা প্রকৃতির সৌন্দর্য হারানোর নয়।
-
শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানোর সঙ্গে সাথে প্রকৃতির সৌন্দর্যকে নেওয়ার তার অনুভূতি ও উপলব্ধি পরিবর্তিত হয়েছে।
-
এটি শিশুর স্বর্গীয় দৃষ্টির সাথে প্রাপ্তবয়স্ক দৃষ্টির তুলনা এবং সেই পরিবর্তনের কারণে জন্ম নেওয়া bittersweet অনুভূতির প্রতিফলন।
-
কবিতায় এই লাইনটি পাঠককে দেখায় যে, সৌন্দর্য এখনও বিদ্যমান থাকলেও তার স্বীকৃতি এবং অভিজ্ঞতা ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 1 day ago
'He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 2 weeks ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge, একজন প্রখ্যাত ইংরেজ কবি ও সাহিত্য সমালোচক, তাঁর চিন্তাভাবনা ও কবিতার মাধ্যমে মানবতা, প্রাকৃতিক সৌন্দর্য ও জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন।
তিনি বিশ্বাস করতেন যে সত্যিকারের প্রার্থনা ও ভালোবাসা সব জীবের প্রতি সমান হওয়া উচিত। তাঁর সাহিত্য ও উক্তিগুলো মানবিকতা, জ্ঞান এবং প্রেরণার গভীর ধারণা প্রকাশ করে।
-
উক্তি থেকে মূল বার্তা: "He prayeth best, who loveth best" নির্দেশ করে যে সবচেয়ে সঠিক প্রার্থনা তিনি করেন যিনি সমস্ত জীব—ছোট-বড়—ভালবাসেন। ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন, তিনিই সমস্ত সৃষ্টি ভালোবাসেন।
-
অন্যান্য উল্লেখযোগ্য উক্তি:
-
"Common sense in an uncommon degree is what the world calls wisdom."—সাধারণ বুদ্ধিমত্তা যদি অস্বাভাবিক মাত্রায় প্রকাশ পায়, তাকে জ্ঞান হিসেবে গণ্য করা হয়।
-
"Silence does not always mark wisdom."—নীরবতা সর্বদা জ্ঞান প্রদর্শন করে না।
-
"He who is best prepared can best serve his moment of inspiration."—যিনি সৎভাবে প্রস্তুত, তিনি তার অনুপ্রেরণার মুহূর্তে সেরা সেবা দিতে পারেন।
-
-
জীবনকাল: 1772 থেকে 1834।
-
প্রধান কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

0
Updated: 2 weeks ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 1 month ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
The artist created a perfect __________ of the famous painting, fooling even experienced collectors.
Created: 2 weeks ago
A
facsimmile
B
facsimilie
C
facsimile
D
facsmile
Complete sentence: The artist created a perfect facsimile of the famous painting, fooling even experienced collectors.
-
Bangla Meaning: শিল্পী বিখ্যাত চিত্রটির একেবারে নিখুঁত অনুকরণ তৈরি করেছিলেন, যা অভিজ্ঞ সংগ্রাহকদেরও বিভ্রান্ত করেছিল।
Facsimile (noun):
-
English Meaning: An exact copy or reproduction of a document, artwork, or printed material.
-
Bangla Meaning: হুবহু অনুলিপি বা প্রতিলিপি।
Example Sentences:
-
The museum displayed a facsimile of the ancient manuscript.
-
Please send a facsimile of the signed contract to our office.

0
Updated: 5 days ago