What can the "meanest flower that blows" give to the mature speaker at the end of the poem?
A
Simple, fleeting moment of happiness
B
A reason to feel sad about the past
C
A scientific specimen to study
D
"Thoughts that do often lie too deep for tears"
উত্তরের বিবরণ
এই শক্তিশালী লাইন সরাসরি "Immortality Ode"-এর শেষ স্তবক থেকে নেওয়া হয়েছে, যেখানে বক্তা শৈশবের “visionary gleam” হারানোর পর কী রয়ে গেছে তা প্রতিফলিত করেন। এমনকি সবচেয়ে সাধারণ বা **“meanest flower that blows”**ও প্রাপ্তবয়স্ক বক্তার মনে গভীর অনুভূতি ও ধ্যান উদ্রেক করতে পারে। এখানে প্রকাশিত ভাবনা শুধু আনন্দ বা দুঃখ নয়, বরং “Thoughts that do often lie too deep for tears”, অর্থাৎ এমন অন্তর্দৃষ্টি ও অনুভূতি যা অস্তিত্বের গভীর রহস্যের সঙ্গে সংযুক্ত এবং সরাসরি প্রকাশ বা আবেগের মাধ্যমে বোঝানো যায় না। এগুলো গভীর, প্রতিফলনমূলক এবং আধ্যাত্মিকভাবে প্রভাবশালী, যা প্রাপ্তবয়স্কের প্রকৃতির প্রতি দার্শনিক ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি নির্দেশ করে।
-
ক) Simple, fleeting moment of happiness: এটি সঠিক নয়, কারণ কবিতা একটি গভীর এবং স্থায়ী আবেগ ও দার্শনিক প্রভাবের ওপর জোর দেয়।
-
খ) A reason to feel sad about the past: যদিও ক্ষতি স্বীকার করা হয়েছে, শেষ অংশে বক্তা বর্তমানের মধ্যে শক্তি ও অর্থ খুঁজে পান, শুধুমাত্র দুঃখ নয়।
-
গ) A scientific specimen to study: Romantic কবিতার আবহ অনুযায়ী প্রকৃতির সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক সংযোগই গুরুত্বপূর্ন, নিখুঁত বৈজ্ঞানিক অধ্যয়ন নয়।
-
লাইনটি প্রকৃতির প্রতি গভীর অন্তর্দৃষ্টি, ধ্যান এবং আধ্যাত্মিক অনুভূতির প্রতিফলন।
-
এটি দেখায় যে, শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারিয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্য প্রাপ্তবয়স্কের দৃষ্টিতে দার্শনিক ও আবেগপূর্ণ চিন্তা উদ্রেক করতে পারে।

0
Updated: 1 day ago
Who is Mrs. Bennet’s favorite daughter?
Created: 1 month ago
A
Elizabeth
B
Jane
C
Lydia
D
Mary
Mrs. Bennet সবসময় Lydia-কে সবচেয়ে বেশি আদর করে। কারণ Lydia চঞ্চল, সামাজিক ও ফ্লার্টেশাস। কিন্তু তার এই বেপরোয়া স্বভাবই পরিবারকে লজ্জার মুখে ফেলে। Austen দেখান—অযথা প্রশ্রয় সন্তানকে নষ্ট করে। Mrs. Bennet-এর এই পক্ষপাত তার দায়িত্বহীন মাতৃত্বের প্রমাণ।

3
Updated: 1 month ago
Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
Created: 2 months ago
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

0
Updated: 2 months ago
Who wrote the poem The Solitary Reaper?
Created: 4 weeks ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।

0
Updated: 4 weeks ago