The metaphor of the "prison-house" in the "Immortality Ode" refers to:
A
The experience of going to school
B
The rules and laws of society
C
The physical body and earthly life that confine the soul
D
The unhappy state of marriage
উত্তরের বিবরণ
William Wordsworth-এর "Ode: Intimations of Immortality from Recollections of Early Childhood"-এ “prison-house” রূপকটি বোঝায় কিভাবে আমাদের আত্মা, যা মূলত ঈশ্বরীয় এবং অমর, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক দেহ এবং পার্থিব বিশ্বের দ্বারা ক্রমশ সীমিত ও বন্দী হয়ে যায়।
-
এই “imprisonment” আমাদের শৈশবে থাকা ঐশ্বরিক দৃষ্টি এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিকে হারিয়ে ফেলে।
-
শৈশবে আমরা আমাদের ঈশ্বরীয় উৎসের কাছাকাছি থাকি, তাই সেই সময় পৃথিবী এবং প্রকৃতিকে অন্যরকম, মহিমান্বিত দৃষ্টিতে দেখি।
-
বয়স বাড়ার সাথে সাথে পার্থিব জীবন, সামাজিক নিয়মনীতি এবং দৈনন্দিন দায়িত্ব আমাদের আধ্যাত্মিক সংযোগকে দুর্বল করে দেয়।
-
“Prison-house” রূপকটি এই শারীরিক ও পার্থিব সীমাবদ্ধতার প্রতীক, যা আমাদের স্বর্গীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচ্ছিন্ন করে।
-
কবি এই ধারণার মাধ্যমে মানুষের শৈশবকালীন নিষ্পাপতা ও আধ্যাত্মিক উজ্জ্বলতার মূল্য তুলে ধরেছেন।

0
Updated: 1 day ago
Who wrote the following lines : "all at once I saw/a crowd, a host of golden daffodils"?
Created: 1 month ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes
Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

0
Updated: 1 month ago
The famous play The Borderers was written by -
Created: 4 weeks ago
A
Thomas Hardy
B
William Wordsworth
C
Ernest Hemingway
D
P.B. Shelley
The Borderers
-
লেখক: William Wordsworth
-
ধরন: নাটক / Tragedy
-
লিখিত সাল: ১৮৯৬-৯৭ (ফ্রান্স থেকে ফিরে আসার পর)
-
প্রকাশিত সাল: ১৮৪২
-
ভাষা ও ধরণ: Blank Verse, ৫টি Acts
-
মূল বিষয়: মানব প্রকৃতি, যা মানুষকে পাপ ও অপরাধের পথে নিয়ে যায়।
-
প্রভাব: French Revolution-এর বাস্তব অভিজ্ঞতা নাটকে প্রতিফলিত।
William Wordsworth
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
পদ: Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
বিশেষণ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael
-
-
গুরুত্বপূর্ণ অবদান:
-
Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা)
-
Romantic Age-এর সূচনাকারী; তাকে “The Father of Romantic Age” বলা হয়।
-
Source: Britannica

0
Updated: 4 weeks ago
What is the central philosophical theme of Tintern Abbey?
Created: 1 week ago
A
The destructive power of time on human emotions
B
The tension between city life and rural life
C
The permanence of natural beauty despite human change
D
The rejection of religious faith in favor of reason
কবিতার মূল দর্শন হলো—প্রকৃতি অপরিবর্তনীয়, কিন্তু মানুষ ও তার আবেগ সময়ের সাথে পাল্টে যায়। ওয়ার্ডসওয়ার্থ বলেন, পাঁচ বছর আগের মানুষ আর এখনকার মানুষ এক নয়, কিন্তু প্রকৃতি একইভাবে দাঁড়িয়ে আছে।
প্রকৃতি তাই মানুষের কাছে এক চিরন্তন সত্য। মানুষ ক্লান্ত হয়, বয়স বাড়ে, অনুভূতি পরিবর্তিত হয়, কিন্তু প্রকৃতি তার শান্তি, সৌন্দর্য এবং শক্তি দিয়ে সবসময় মানুষকে সাহায্য করে। এই চিরন্তন সম্পর্কই কবিতার কেন্দ্রীয় থিম।

0
Updated: 1 week ago