What imagery does the poet use to describe the loss of childhood vision?
A
A setting sun
B
A fading dream
C
A cloudy sky
D
A broken mirror
উত্তরের বিবরণ
কবি শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানোর অভিজ্ঞতাকে বর্ণনা করতে স্বপ্ন মিলিয়ে যাওয়ার চিত্রকল্প এবং আলো নিভে আসার প্রতীক ব্যবহার করেছেন। তিনি উল্লেখ করেন এক “celestial light”, যা একসময় পৃথিবীকে স্বর্গীয় আভায় ভরে দিত, কিন্তু এখন তা ম্লান হয়ে গিয়ে কেবল “light of common day” হয়ে আছে। এই অভিজ্ঞতা অনেকটা স্বপ্ন ভোর হওয়ার পর মিলিয়ে যাওয়ার মতো, যেখানে কেবল স্মৃতিই থেকে যায়, কিন্তু আগের জীবন্ত দীপ্তি আর থাকে না।
-
“Glory and the freshness of a dream”: এই চিত্রকল্প স্বপ্নের ক্ষণস্থায়ী প্রকৃতিকে বোঝায়। শৈশবে যে দৃষ্টি উজ্জ্বল ও মহিমান্বিত মনে হয়েছিল, তা এখন কেবল একটি স্মৃতি হয়ে আছে।
-
“Celestial light”: শৈশবে পৃথিবীকে যে স্বর্গীয় আলোয় ভরা দেখা যেত, তার প্রতিফলন। কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনে সেই আলো ম্লান হয়ে গেছে।
-
“Shades of the prison-house begin to close”: এখানে এক রূপক ব্যবহৃত হয়েছে, যা দেখায় কিভাবে বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব ও ভোগবাদী চিন্তা মানুষের চারপাশে কারাগারের মতো ঘিরে ধরে।
-
“Fades into the light of common day”: শৈশবের বিশেষ ও উজ্জ্বল উপলব্ধিকে প্রাপ্তবয়সের সাধারণ ও নিস্তেজ বাস্তবতার সাথে তুলনা করা হয়েছে।
-
আলোর ম্লান হয়ে যাওয়া অনেকটা অস্তগামী সূর্যের প্রতীকের মতো, যদিও কবিতায় সরাসরি সূর্যাস্তের উল্লেখ নেই।
-
ভাঙা আয়নার চিত্রকল্প এই কবিতায় মানানসই নয়, কারণ এখানে দৃষ্টির ক্ষতি ধীরে ধীরে আলো নিভে আসার মতো, কোনো হঠাৎ ভেঙে যাওয়ার মতো নয়।

0
Updated: 1 day ago
Choose the Modern period time frame.
Created: 6 months ago
A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 6 months ago
What does "ameliorate" mean?
Created: 1 week ago
A
To make a situation worse
B
To make a bad situation better
C
To leave a situation unchanged
D
To completely solve a problem
Ameliorate একটি verb, যা বোঝায় কোনো খারাপ বা অপ্রিয় পরিস্থিতি উন্নত বা ভালো করা। এটি সাধারণত সমস্যা বা কষ্ট হ্রাস করতে ব্যবহৃত হয়।
-
Ameliorate (verb)
English Meaning: To make a bad or unpleasant situation better
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা -
Correct Answer: খ) To make a bad situation better
-
Synonyms: Improve (উন্নতিসাধন করা), Make better (আরও ভালো করা), Refine (শোধন/বিশুদ্ধ করা), Amend (সংশোধিত করা), Upgrade (মানোন্নয়ন করা)
-
Antonyms: Worsen (অধিকতর মন্দ হওয়া বা করা), Leave alone (কিছু পরিবর্তন না করা), Deteriorate (অবনতি হওয়া), Decline (পতন হওয়া), Weaken (দুর্বল হওয়া)
-
Other Forms:
-
Amelioration (noun)
-
-
Example Sentences:
-
The humor ameliorates the violence in the statement.
-
This medicine should help ameliorate the pain.
-
-
Source:

0
Updated: 1 week ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 2 months ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 2 months ago