In T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”, what does the repeated question “Do I dare?” symbolise?
A
Prufrock’s courage to act boldly
B
The inevitability of fate
C
A call to adventure
D
Prufrock’s indecision and fear of judgment
উত্তরের বিবরণ
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “Do I dare?” বারংবার ব্যবহার করা হয়েছে প্রুফ্রকের দ্বিধা, আত্ম-সন্দেহ এবং সামাজিক সমালোচনার ভয় প্রতিফলিত করার জন্য। এই পুনরাবৃত্তি তার একাকীত্ব, আত্মবিশ্বাসের অভাব এবং বাস্তব জীবনের ক্রিয়াকলাপগুলোতে প্রবল অস্থিরতা প্রকাশ করে।
Eliot আধুনিক ব্যক্তির মানসিক দ্বন্দ্ব এবং আত্ম-সীমাবদ্ধতার অভিজ্ঞতা এই বাক্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

0
Updated: 1 day ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।

1
Updated: 2 weeks ago
What marine image conveys Prufrock’s sense of alienation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
“A pair of ragged claws scuttling across the floors of silent seas”
B
“A school of dolphins rising in silver waves”
C
“A golden fish swimming in clear water”
D
“A pearl hidden deep in the ocean”
Prufrock মনে করে, সে মানুষের মতো জীবন্ত নয়, বরং সমুদ্রের তলায় একা ঘুরে বেড়ানো একটি কাঁকড়ার মতো। কাঁকড়া সাধারণত পিছিয়ে যায়, সামনে এগোয় না। Eliot এই প্রতীক ব্যবহার করে Prufrock–এর পশ্চাৎপদতা, দ্বিধা এবং বিচ্ছিন্নতা বোঝাতে চেয়েছেন। এটি তার সামাজিক ব্যর্থতা এবং আত্ম–সন্দেহের প্রতিফলন।

0
Updated: 2 weeks ago
Which section describes a typist’s mechanical sexual encounter in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
“The Fire Sermon”–এ typist আর একজন কেরানির যৌন সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এটি সম্পূর্ণ যান্ত্রিক, আবেগহীন। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক যৌনতা কেবল মেশিনের মতো কাজ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা বা আবেগ নেই। এটি Waste Land–এর মূল প্রতীকী দৃশ্যগুলোর একটি।

0
Updated: 1 week ago