নিচের কোন দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট?
A
ভিয়েতনাম
B
চীন
C
দক্ষিণ আফ্রিকা
D
নরওয়ে
উত্তরের বিবরণ
দক্ষিণ আফ্রিকা হলো আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র, যার রাষ্ট্রীয় নাম Republic of South Africa। দেশের দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থান করে এবং এই দুই মহাসাগরের মিলিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
-
দেশটির আইনসভা (পার্লামেন্ট) দুই কক্ষ বিশিষ্ট:
-
উচ্চকক্ষ: National Council
-
নিম্নকক্ষ: National Assembly
-
-
মুদ্রা: র্যান্ড
-
রাজধানী তিনটি:
-
নির্বাহী/প্রশাসনিক: প্রিটোরিয়া
-
সংসদীয়: কেপ টাউন
-
অন্যান্য দেশের মধ্যে একক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে যেমন:
আর্মেনিয়া, বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মোনাকো, সার্বিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন, নিউজিল্যান্ড, ইজরায়েল, মলদোভা, ম্যাসেডোনিয়া, স্লোভাকিয়া, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, আন্ডোরা, ডোমিনিকা, লুক্সেমবার্গ, লিচেনস্টাইন, মাল্টা, তুভালু, চীন, ইরান, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, নরওয়ে, পেরু।

0
Updated: 8 hours ago
"আইন হল সার্বভৌম শাসকের আদেশ" উক্তিটি কার?
Created: 2 weeks ago
A
এরিস্টটল
B
অধ্যাপক হল্যান্ড
C
জন অস্টিন
D
কফি আনান
আইন:
- আইন হল ফার্সী শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
- আইন এর ইংরেজি প্রতিশব্দ "Law"। Law শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
- এরিস্টটল বলেন, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন"।
- অধ্যাপক হল্যান্ড এর মতে আইন হচ্ছে, "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।"
- জন অস্টিন বলেন, "আইন হল সার্বভৌম শাসকের আদেশ"।
- সুতারং আইন হল মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে সকল বিধিনিষেধ প্রণয়ন করে সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।

0
Updated: 2 weeks ago