শুদ্ধ বানান কোনটি?
A
শসিভূষণ
B
শষিভূষণ
C
শশিভূষণ
D
শশিভুষণ
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: শশিভূষণ
-
শব্দের পদ: বিশেষ্য
-
উৎস: সংস্কৃত
অর্থ:
-
চন্দ্রের মতো অলঙ্কৃত বা শোভিত ব্যক্তি/বস্তু
-
শিবের এক নামে ব্যবহার

0
Updated: 8 hours ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 2 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
মুমুর্ষু
B
মূমুর্ষূ
C
মুমূর্ষু
D
মূমূর্ষ
মুমূর্ষু শব্দটির সঠিক বানান হলো মুমূর্ষু। এটি একটি বিশেষণ যা মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে।
-
অর্থ:
-
মৃত্যুকাল আসন্ন এমন ব্যক্তি বা প্রাণী।
-
মরণাপন্ন।
-
মৃতপ্রায়।
-

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
পিপিলিকা
B
পিপীলিকা
C
পীপিলিকা
D
পিপিলীকা
• শুদ্ধ বানান - পিপীলিকা।
• পিপীলিকা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: পিপীলক+আ।
অর্থ: পিঁপড়া, পিঁপড়ে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago