TIFA এর পূর্ণরূপ কী?
A
Trade for International Finance Agreement
B
Trade and Investment Framework Agreement
C
Treaty for International Free Area
D
Trade and Investment form America
উত্তরের বিবরণ
TIFA বা Trade and Investment Framework Agreement হলো এমন একটি চুক্তি যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়।
১৫ সেপ্টেম্বর ২০২১-এ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের পথ সুগম করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তিতে অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান, এবং বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
-
এই চুক্তির মাধ্যমে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য সহযোগিতার পথ সুগম করে।
-
উল্লেখযোগ্য যে, বাংলাদেশ ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা উপভোগ করছে, যা দেশের রপ্তানি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 8 hours ago
কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
Created: 1 month ago
A
আইএলও
B
হু (WHO)
C
ASEAN (আশিয়ান)
D
উপরের সবকটি
ASEAN
-
ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations।
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ আগস্ট, ১৯৬৭।
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১০টি।
-
সদস্য দেশগুলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া
-
-
বর্তমান ASEAN সভাপতি দেশ: ইন্দোনেশিয়া।
-
ASEAN আঞ্চলিক ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
উল্লেখযোগ্য: বাংলাদেশ ARF-এর সদস্য।
-
অন্যান্য তথ্য:
-
ILO (International Labour Organization) এবং WHO (World Health Organization) হলো জাতিসংঘের সহযোগী সংস্থা।
উৎস: ASEAN অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
ভিয়েনা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
-
সংস্থার সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য-এ অবস্থিত।
-
সংস্থার বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ফ্রান্সের নাগরিক।
-
অ্যাগনেস ক্যালামার্ডকে ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে।
উৎস: Amnesty International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ব্যাংকক
B
সিঙ্গাপুর
C
দিল্লী
D
কলম্বো
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
ECOSOC-এর অধীনে পাঁচটি আঞ্চলিক কমিশন রয়েছে। এই কমিশনগুলো বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে।
এই পাঁচটি কমিশন হলো:
১. ইউরোপের জন্য অর্থনৈতিক কমিশন (ECE)
– সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২. আফ্রিকার জন্য অর্থনৈতিক কমিশন (ECA)
– সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক কমিশন (ECLAC)
– সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
– সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫. পশ্চিম এশিয়ার জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
– সদর দপ্তর: বৈরুত, লেবানন।
ESCAP সম্পর্কে বিস্তারিত:
-
পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific
(বাংলায়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন) -
গঠনের তারিখ: ২৮ মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠানের স্থান: সাংহাই, চীন
-
বর্তমান সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড
-
সদস্য দেশের সংখ্যা: ৫৩টি
তথ্যসূত্র: ESCAP-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago