কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
A
টোকিও
B
ম্যানিলা
C
ভারত
D
নেপাল
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (International Rice Research Institute বা IRRI) একটি স্বশাসিত, অলাভজনক প্রতিষ্ঠান যা মূলত কৃষি গবেষণা এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করে। এটি ধানভিত্তিক কৃষি-খাদ্য ব্যবস্থা নির্ভর জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে নিবেদিত।
তাদের কাজের মাধ্যমে ধান চাষিদের এবং ভোক্তাদের স্বাস্থ্য ও কল্যাণ উন্নত করা, পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখা এবং ধান শিল্পে মহিলা ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন নিশ্চিত করা লক্ষ্য।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬০
-
কার্যক্রমের বিস্তৃতি: এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশ
-
অবস্থান: ম্যানিলা, ফিলিপাইন
-
লক্ষ্য ও উদ্দেশ্য: দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, ধান চাষিদের ও ভোক্তাদের কল্যাণ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশগত টেকসইতা, ধান শিল্পে মহিলা ও যুবকদের ক্ষমতায়ন।

0
Updated: 8 hours ago