ক্ষুদ্রতম মহাদেশ :
A
অস্ট্রেলিয়া
B
ইউরোপ
C
আফ্রিকা
D
দক্ষিণ আমেরিকা
উত্তরের বিবরণ
বিশ্বের বিভিন্ন মহাদেশের আয়তন এবং অস্ট্রেলিয়ার বিশেষত্ব
বিশ্বের মহাদেশগুলো আয়তন অনুযায়ী বিভিন্ন এবং প্রতিটি মহাদেশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নিচে Word Atlas অনুযায়ী মহাদেশগুলোর আয়তন তালিকাভুক্ত করা হলো:
-
এশিয়া (Asia) - ৪৪,৫৭৯,০০০ বর্গকিলোমিটার। এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং সবচেয়ে বেশি জনসংখ্যার অধিকারী।
-
আফ্রিকা (Africa) - ৩০,৩৭০,০০০ বর্গকিলোমিটার। আফ্রিকা তার বৈচিত্র্যপূর্ণ জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত।
-
উত্তর আমেরিকা (North America) - ২৪,৭০৯,০০০ বর্গকিলোমিটার। এখানে বিভিন্ন দেশের মধ্যে বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি রয়েছে।
-
দক্ষিণ আমেরিকা (South America) - ১৭,৮৪০,০০০ বর্গকিলোমিটার। অ্যামাজন রেইনফরেস্ট এবং বড় নদী যেমন অ্যামাজন রিভার এই মহাদেশকে বিশেষ করেছে।
-
এন্টার্কটিকা (Antarctica) - ১৪,২০০,০০০ বর্গকিলোমিটার। পৃথিবীর শীতলতম মহাদেশ, যা প্রায় সম্পূর্ণ বরফে ঢাকা।
-
ইউরোপ (Europe) - ১০,১৮০,০০০ বর্গকিলোমিটার। ইউরোপ তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত।
-
অস্ট্রেলিয়া (Australia) - ৮,৫২৫,৯৮৯ বর্গকিলোমিটার। Australia is the world’s smallest continent and the second least populated.
অস্ট্রেলিয়ার বিশেষ কিছু তথ্য:
-
অস্ট্রেলিয়া মহাদেশকে কখনো কখনো Oceania নামেও বলা হয়। This term is used to differentiate the region from the country of Australia, but Oceania itself is not a continent; it’s a continental grouping.
-
অস্ট্রেলিয়া হলো বিশ্বের একমাত্র দেশ যা একই সঙ্গে মহাদেশও বটে।

0
Updated: 8 hours ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয়?
Created: 1 month ago
A
জাপান
B
পেরু
C
কোস্টারিকা
D
সুইজারল্যান্ড
জাপানের সংবিধান ও ‘শান্তির সংবিধান’
জাপানের সংবিধানকে প্রায়শই ‘শান্তির সংবিধান’ বলা হয়। এর প্রধান কারণ হলো সংবিধানের ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী, জাপান আত্মরক্ষা ব্যতীত কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না।
প্রেক্ষাপট:
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরাজিত হলে বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়।
-
১৯৪৬ সালের এপ্রিল মাসে জাপানের সংসদ (ডায়েট) সংবিধান প্রস্তাব করে এবং ৩ নভেম্বর ১৯৪৬ সালে এটি গৃহীত হয়।
-
কার্যকর হয় ৩ মে ১৯৪৭ সালে।
-
সংবিধান প্রণয়নে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব ছিল।
-
এটি পূর্বে প্রযোজ্য মেইজি সংবিধান (Meiji Constitution)-এর পরিবর্তে প্রণয়িত হয়।
Article 9 (যুদ্ধ বর্জন):
"Aspiring sincerely to an international peace based on justice and order, the Japanese people forever renounce war as a sovereign right of the nation and the threat or use of force as means of settling international disputes. In order to accomplish the aim of the preceding paragraph, land, sea, and air forces, as well as other war potential, will never be maintained. The right of belligerency of the state will not be recognized."
সংক্ষেপে, এই অনুচ্ছেদ জাপানকে আত্মরক্ষা ব্যতীত কোনো সামরিক আক্রমণ বা যুদ্ধের অংশগ্রহণ থেকে বিরত রাখে।
তবে, ২০১৫ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে কিছু ক্ষেত্রে যুদ্ধ বা সামরিক পদক্ষেপের অনুমতি দেওয়া হয়, যার ফলে অনেকেই এখন জাপানের সংবিধানকে সম্পূর্ণ শান্তির সংবিধান হিসেবে মানতে নারাজ।
উৎস: এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা ও জাপানের সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
শেনজেন চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তিটি ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয় এবং লুক্সেমবার্গের শেনজেন শহরেই স্বাক্ষর করা হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউরোপে ভিসামুক্ত যাত্রা শুরু হয়।
-
শেনজেনভুক্ত দেশ সংখ্যা: ২৯টি।
-
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরে চারটি দেশ—সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন—ও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া, যা ২০২৪ সালের মার্চে কার্যকর হয়েছে।

0
Updated: 3 weeks ago