হৃৎপিণ্ড কোন পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে?
A
এপিকার্ডিয়াম
B
মায়োকার্ডিয়াম
C
পেরিকার্ডিয়াম
D
এন্ডোকার্ডিয়াম
উত্তরের বিবরণ
হৃৎপিণ্ড হলো বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থানকারী একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশি নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরে তিনটি স্তর বিদ্যমান।
-
বহিঃস্তর বা এপিকার্ডিয়াম:
-
মূলত যোজক কলা দ্বারা গঠিত।
-
এতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে।
-
এটি আবরণী কলা দিয়ে আবৃত।
-
-
মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম:
-
বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে।
-
দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
-
-
অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম:
-
এটি হৃৎপিণ্ডের সর্বশেষ ভেতরের স্তর।
-
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো এবং কপাটিগুলো অন্তঃস্তর দ্বারা আবৃত।
-
হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
-

0
Updated: 9 hours ago
মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
Created: 5 days ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
হৃদপিন্ড রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ এবং এটি রক্ত পাম্পের মতো কাজ করে, ফলে রক্ত সারা দেহে প্রবাহিত হয়।
-
হৃদপিন্ড বক্ষগহ্বরে, দুই ফুসফুসের মাঝখানে, সামান্য বাম দিকে অবস্থিত।
-
মানব হৃদপিন্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত: উপরের দুটি হলো বাম ও ডান অলিন্দ, নিচের দুটি হলো বাম ও ডান নিলয়।
-
নিলয় অলিন্দের তুলনায় বড়, প্রাচীর পুরু এবং পেশিবহুল।
-
প্রকোষ্ঠগুলো আলাদা হলেও হৃদপিন্ড একক হিসাবে কাজ করে এবং এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত।
-
হৃদপিন্ড অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
কৈশিক জালিকা হল ধমনি ও শিরার সংযোগস্থলে থাকা সূক্ষ্ম রক্তনালি জালিকা, যা এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত।
-
কৈশিক জালিকার মাধ্যমে রক্ত এবং কোষের মধ্যে পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, এবং বর্জ্য পদার্থ এর আদান-প্রদান ঘটে।

0
Updated: 5 days ago