সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কোনটি?
A
১ : ১ : ৪
B
১ : ৪ : ১
C
৪ : ১ : ১
D
৪ : ৪ : ১
উত্তরের বিবরণ
সুষম খাদ্য:
-
মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ অপরিহার্য।
-
সুষম খাদ্যের উপাদান মোট ৬টি।
-
সুষম খাদ্যে শর্করা : আমিষ : চর্বি জাতীয় খাদ্যের অনুপাত = ৪ : ১ : ১।
সুষম খাদ্যের উপাদান:
১. শর্করা
২. আমিষ
৩. ভিটামিন
৪. খনিজ লবণ
৫. চর্বি
৬. পানি

0
Updated: 8 hours ago