Every driver must be held _________ his own actions.
A
responsible for
B
responsible to
C
liable to
D
blamed for
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে - responsible for।
-
পূর্ণ বাক্য: Every driver must be held responsible for his own actions.
-
বাংলা অনুবাদ: প্রত্যেক চালককে তার নিজের কাজের জন্য দায়ী করা উচিত।
• Responsible for:
-
বাংলা অর্থ: কোনো কাজ বা ঘটনার জন্য দায়বদ্ধ।
-
সাধারণত “responsible” শব্দটির পর for বসে, যখন কাউকে কোনো নির্দিষ্ট কাজ, ঘটনা বা ফলাফলের জন্য দায়ী করা হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে responsible for ব্যবহার করা হয় বিশেষ কোনো কারণ বা কার্যকলাপের দায়ভার বোঝাতে।
অন্যদিকে,
Responsible to শব্দটি ব্যবহৃত হয় কাউকে নির্দেশ বা কর্তৃত্বের অধীনে দায়বদ্ধতা বোঝাতে।
-
Responsible to এর বাংলা অর্থ: কোনো ব্যক্তির প্রতি দায়বদ্ধ বা জবাবদিহিতার অধীনে থাকা।
তথ্যসূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
The government gave ____ the demands of the people.
Created: 1 month ago
A
in to
B
in
C
to
D
over to
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ: in to
সম্পূর্ণ বাক্য: The government gave in to the demands of the people.
এই বাক্যে "gave in to" ব্যবহার করে বোঝানো হয়েছে—সরকার জনগণের দাবির কাছে নতি স্বীকার করেছে বা মেনে নিয়েছে। এখানে give in একটি phrasal verb, যার পরে to বসে।
Give in (to someone/something) – Phrasal Verb
ইংরেজি অর্থ: শুরুতে অস্বীকার করার পর অবশেষে কারো দাবিতে সম্মতি দেওয়া।
বাংলা অর্থ: আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা বা বশ্যতা মেনে নেওয়া।
উদাহরণ:
-
Our men were forced to give in.
-
She usually had to give in to her husband.
🔹 অন্যদিকে – Give something in
এটি ভিন্ন একটি প্রয়োগ যেখানে কিছু নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অর্থে ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু প্রদান বা হস্তান্তর করা।
উদাহরণ:
-
It’s time for you to give in your examination papers.
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, ক্যামব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 month ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 1 month ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 1 month ago
In order to improve farming methods, we need ____.
Created: 1 month ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 month ago