A
responsible for
B
responsible to
C
liable to
D
blamed for
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে - responsible for।
-
পূর্ণ বাক্য: Every driver must be held responsible for his own actions.
-
বাংলা অনুবাদ: প্রত্যেক চালককে তার নিজের কাজের জন্য দায়ী করা উচিত।
• Responsible for:
-
বাংলা অর্থ: কোনো কাজ বা ঘটনার জন্য দায়বদ্ধ।
-
সাধারণত “responsible” শব্দটির পর for বসে, যখন কাউকে কোনো নির্দিষ্ট কাজ, ঘটনা বা ফলাফলের জন্য দায়ী করা হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে responsible for ব্যবহার করা হয় বিশেষ কোনো কারণ বা কার্যকলাপের দায়ভার বোঝাতে।
অন্যদিকে,
Responsible to শব্দটি ব্যবহৃত হয় কাউকে নির্দেশ বা কর্তৃত্বের অধীনে দায়বদ্ধতা বোঝাতে।
-
Responsible to এর বাংলা অর্থ: কোনো ব্যক্তির প্রতি দায়বদ্ধ বা জবাবদিহিতার অধীনে থাকা।
তথ্যসূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
In spite of my requests, he did not _____ .
Created: 2 weeks ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 2 weeks ago
In order to improve farming methods, we need ____.
Created: 1 week ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 week ago
Choose the correct meaning of the following words Gullible
Created: 1 week ago
A
foolish
B
willing to believe anything or anyone
C
simple
D
easily deceived
Gullible (Adjective)
English Meaning:
Someone who is easily fooled or misled due to their trusting nature.
Bangla Meaning:
সহজে ঠকানো বা ধোঁকা দেওয়া যায় এমন ব্যক্তি; বিশ্বাসপ্রবণ।
Synonyms (সমার্থক শব্দ)
-
Credulous (সরল বিশ্বাসী)
-
Impressionable (সহজে প্রভাবিত হয় এমন)
-
Naïve (অভিজ্ঞতাহীন, সাদাসিধা)
-
Unwary (সতর্কতার অভাবে প্রতারিত হওয়া সম্ভাব্য)
-
Credible (যাকে সহজে বিশ্বাস করা যায়)
Antonyms (বিপরীত শব্দ)
-
Cynical (কোনো কিছুর প্রতি অবিশ্বাসী, সন্দেহপ্রবণ)
-
Suspicious (সন্দেহজনক বা সন্দেহপ্রবণ)
-
Taunting (বিদ্রূপমূলক)
-
Fishy (সন্দেহজনক)
-
Mistrustful (আস্থাহীন বা সন্দিগ্ধ)
Other Forms
-
Gullibility (noun) — বিশ্বাসপ্রবণতা, সহজে প্রতারিত হওয়ার মানসিকতা
-
Gull (verb) — প্রতারণা করা, ধোঁকা দেওয়া
-
Gull (noun) — একধরনের সামুদ্রিক পাখি, যেমন: শঙ্খচিল
-
Gullibly (adverb) — সরলভাবে বা অতিরিক্ত বিশ্বাস করে
Example Sentences
-
So many gullible individuals tend to accept everything they find on the internet without questioning it.
-
Back then, she was too gullible and blindly in love.

0
Updated: 1 week ago