কোন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে?
A
অ্যাপল
B
এপসন
C
আইবিএম
D
মাইক্রোসফট
উত্তরের বিবরণ
ল্যাপটপ কম্পিউটার:
ল্যাপটপ কম্পিউটার এমন একধরনের কম্পিউটার যা ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য হওয়ায় যেকোনো স্থানে ব্যবহার করা যায়।
-
ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুৎ ও ব্যাটারি উভয়ের সাহায্যে চালানো যায়।
-
১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
-
এটি ডেস্কটপ কম্পিউটারের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
-
এতে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
-
ল্যাপটপে প্রয়োজনে মনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি বাহ্যিক ডিভাইস সংযুক্ত করা যায়।
-
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল (DOEL)।
-
দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (TSS)।

0
Updated: 8 hours ago