একটি সেনাবাহিনীর গুদামে ২০০০ সৈনিকের ৬০ দিনের খাবার মজুদ আছে। ১৫ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৫০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
A
১৫০ জন
B
২০০ জন
C
২২০ জন
D
২৫০ জন
উত্তরের বিবরণ
সমাধান:
১৫ দিন পর খাবার অবশিষ্ট থাকে = (৬০ - ১৫) দিনের
= ৪৫ দিনের।
৪৫ দিনের খাবার আছে = ২০০০ জনের
∴ ১ দিনের খাবার আছে = (২০০০ × ৪৫) জনের
∴ ৫০ দিনের খাবার আছে = (২০০০ × ৪৫)/৫০ জনের
= ১৮০০ জনের
∴ অন্যত্র চলে যাওয়া সৈনিকের সংখ্যা = (২০০০ - ১৮০০) জন
= ২০০ জন।

0
Updated: 9 hours ago
কোনো ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
Created: 1 week ago
A
২৫ দিন
B
২০ দিন
C
১৫ দিন
D
১০ দিন
সমাধান:
অবশিষ্ট দিন = (৩৫ - ৫) দিন
= ৩০ দিন
মোট লোক = (৫০ + ১০) জন
= ৬০ জন
৫০ জন ছাত্রের খাবার আছে = ৩০ দিনের
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৫০ × ৩০) দিনের
∴ ৬০ জন ছাত্রের খাবার আছে = (৫০ × ৩০)/৬০ দিনের
= ২৫ দিনের
∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২৫ দিন চলবে।

0
Updated: 1 week ago
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
Created: 1 week ago
A
৩০ দিনে
B
২৫ দিনে
C
৪০ দিনে
D
৩৫ দিনে
সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে = ১ টি কাজ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের = ১/১২ অংশ
ক একা ২০ দিনে করতে পারে = ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির = ১/২০ অংশ
∴ খ একা ১ দিনে করতে পারবে কাজের = (১/১২) - (১/২০)
= (৫ - ৩)/৬০ অংশ
= ২/৬০ অংশ
= ১/৩০ অংশ
খ একা ১/৩০ অংশ করতে পারে = ১ দিনে
∴ খ একা সম্পূর্ণ অংশ করতে পারে = ৩০ দিনে

0
Updated: 1 week ago
A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
Created: 1 month ago
A
B হলো K-এর বোন
B
A হলো B-এর মামা
C
A হলো D-এর ছেলে
D
D হলো E-এর স্ত্রী
প্রশ্ন: A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
সমাধান:
অসত্য তথ্যটি হলো - (খ) A হলো B-এর মামা।
A, K-এর ভাই এবং D, B-এর মা।
আবার ,
E, A-এর বাবা এবং B, E-এর কন্যা
A, K এবং B পরস্পর ভাইবোন।
E ও D হলেন A, K ও B এর পিতা-মাতা।
অর্থাৎ B হলো K-এর বোন
A হলো B-ভাই
A হলো D-এর ছেলে
D হলো E-এর স্ত্রী

0
Updated: 1 month ago