'Through thick and thin' means-
A
under all conditions
B
to make thick and thin
C
not clear in understanding
D
of great density
উত্তরের বিবরণ
Through thick and thin
ইংরেজি অর্থ: যেকোনো পরিস্থিতিতে, যতই কঠিন হোক না কেন।
বাংলা অর্থ: সব ধরনের পরিস্থিতিতে / যেকোনো বাধা-বিপত্তি সত্ত্বেও।
উদাহরণ বাক্য: তারা ভালো-মন্দে একসাথে থেকে গেছে।
বাংলা অর্থ: তারা সব ধরনের সমস্যা ও বাধা পেরিয়ে একসাথে ছিল।
সূত্র: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
'Blockbuster' means-
Created: 4 months ago
A
A large solid piece of store
B
A device to cut off a person's head as a punishment
C
Something that makes movement difficult
D
A powerful explosive to demolish buildings
Blockbuster (Noun)
English Meaning:
1. a very large high-explosive bomb
2. one that is notably expensive, effective, successful, large, or extravagant
3. one who engages in blockbusting
Bangla Meaning:
1. শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একসঙ্গে অনেক দালানকোঠা ধ্বংস করতে পারে;
2. (লাক্ষণিক) কোনো ঘটনার ফল আকস্মিকভাবে প্রভাবিত করতে পারে এমন প্রবল কোনো বস্তু; (বিশেষত America(n))
3. এমন ব্যক্তি যে ভয় দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে কোনো এলাকার লোকজনকে তাদের বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করে।
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 4 months ago
The meaning of 'profound' is:
Created: 1 month ago
A
Unwilling to obey orders
B
To give up something
C
Determined in character
D
Having a great depth of insight or knowledge
Profound একটি Adjective & Noun। এটি বোঝায় এমন কিছু যা গভীর জ্ঞান, অন্তর্দৃষ্টি বা বোঝাপড়ার সাথে সম্পৃক্ত; এছাড়াও প্রভাব বা অনুভূতিতে অত্যন্ত তীব্র বা চরম হতে পারে।
-
বাংলা অর্থ: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
সমার্থক শব্দ:
-
Deep (গভীর; অগাধ)
-
Intense (তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র)
-
Insightful (অন্তর্দৃষ্টিসম্পন্ন; গভীর বোঝাপড়া)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Shallow (অগভীর; গাধ; চেটালো)
-
Superficial (উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর)
-
Mild (নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recalcitrant (Adjective):
-
ইংরেজি অর্থ: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control।
-
বাংলা অর্থ: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
-
-
Relinquish (Verb):
-
ইংরেজি অর্থ: To give up something such as a responsibility or claim।
-
বাংলা অর্থ: ছেড়ে দেওয়া; ত্যাগ করা।
-
-
Resolute (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Determined in character, action, or ideas।
-
বাংলা অর্থ: দৃঢ়সংকল্প।
-
0
Updated: 1 month ago
The word 'electorate' means-
Created: 3 months ago
A
election office
B
a body of voters
C
many elections
D
candidates
Electorate (noun)
English Meaning: All the people who have the right to vote / A group of people allowed to vote.
Bengali Meaning: ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত সব মানুষ; নির্বাচকমণ্ডলী।
Example Sentence: বর্তমান ভোটিং পদ্ধতি জনগণের ইচ্ছাকে ঠিকভাবে প্রকাশ করে না।
সঠিক উত্তর: ভোট দেওয়ার অধিকার আছে এমন একটি জনগোষ্ঠী।
অন্যান্য বিকল্প:
ক) election office – নির্বাচন অফিস
গ) many elections – অনেক নির্বাচন
ঘ) candidates – প্রার্থীরা
তথ্যসূত্র: Merriam-Webster Dictionar, Accessible Dictionary.
0
Updated: 3 months ago