A
loose
B
lose
C
lost
D
loss
উত্তরের বিবরণ
• সঠিক শব্দ lose শূন্যস্থানে বসবে।
-
সম্পূর্ণ বাক্য: I took a map with me, as I didn't want to lose my way on the journey.
-
বাংলা অর্থ: আমি আমার সঙ্গে একটি মানচিত্র নিয়েছিলাম, কারণ আমি যাত্রাপথে নিজের দিক হারাতে চাইনি।
• to-এর পর মূল verb-এর Present form বসে।
-
এখানে lose একটি verb, যার অর্থ হারিয়ে ফেলা বা মৃত্যুবরণ করা, যা এই বাক্যের প্রেক্ষাপটে যথাযথ।
• অন্য শব্দগুলোর ব্যবহার:
ক) loose (adjective/verb): অর্থ ঢিলা, বাঁধনহীন, মুক্ত বা ছাড়া দেওয়া—এই বাক্যে প্রাসঙ্গিক নয়।
খ) lost: এটি lose এর past tense ও past participle, যা এখানে প্রয়োজনীয় নয় কারণ বাক্যটি একটি নির্দিষ্ট grammatically structured expression ব্যবহার করছে।
গ) loss (noun): এর অর্থ ক্ষতি, হানি, বা লোকসান—এটি একটি noun এবং ক্রিয়ার জায়গায় ব্যবহার করা যায় না।
তথ্যসূত্র:
বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary

0
Updated: 1 week ago
He watched the boat ____ down the river.
Created: 5 days ago
A
to float
B
floating
C
was floating
D
had floated
Watch শব্দটির পর কোন ধরণের verb বসবে, তা বুঝতে হলে কিছু নিয়ম জানা দরকার।
-
Collins Dictionary ও Longman Dictionary অনুযায়ী, watch এর পর verb-এর base form (মূল verb) অথবা verb+ing (continuous form) – দুই ধরনের verb-ই বসতে পারে।
-
তবে মনে রাখতে হবে, একটি সাধারণ/simple বাক্যে দুটি main verb একসাথে বসানো যায় না।
এজন্য, দ্বিতীয় verb-টি ব্যবহার করতে হলে তাতে -ing যোগ করতে হয়।
🔸 উদাহরণস্বরূপ:
He watched the boat floating down the river.
এখানে floating সঠিক, কারণ এটি second verb হিসেবে ব্যবহার হয়েছে এবং -ing যুক্ত।
Collins Dictionary অনুযায়ী:
Watch মানে হলো: কাউকে বা কিছু একটা মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখা বা পর্যবেক্ষণ করা।
-
The man was standing in his doorway watching him.
-
He watched the waiter prepare the coffee he had ordered.
-
Chris watched him sipping his brandy.
-
I watched as Amy ate a few nuts.
Longman Dictionary অনুযায়ী:
watch somebody/something do/doing something
-
I watched him go, then went home.
-
Ruth could not bear to watch her parents arguing.
তাই, এসব উদাহরণ থেকে বোঝা যায়, watch এর পরে verb-এর base form বা verb+ing – উভয়ই সঠিক হতে পারে।
যেটা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক হয়, সেটাই বেছে নিতে হয়।

0
Updated: 5 days ago
They travelled to Savar __________.
Created: 5 days ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 5 days ago
A rocket flying to the moon does not need wings because-
Created: 6 days ago
A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.

0
Updated: 6 days ago