ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মনিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?
A
সিলেট
B
মৌলভীবাজার
C
হবিগঞ্জ
D
সুনামগঞ্জ
উত্তরের বিবরণ
মনিপুরী নৃগোষ্ঠী প্রাচীনকালের একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, যাদের পূর্বপুরুষরা পাখাংবা (Pakhangba)-এর বংশধর। তারা মূলত বাংলাদেশের কিছু এলাকায় বসবাস করে এবং তাদের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
মনিপুরীর পূর্বপুরুষরা পাখাংবা (Pakhangba) এর বংশধর।
-
খ্রিস্টপূর্ব ৩৩ সালে মণিপুরী রাজা পাখাংবা সিংহাসনে আরোহণ করেন।
-
মণিপুরী (The Manipuris) বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়।
-
তাদের আদি বসবাস ছিল প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র মণিপুর, যা বর্তমানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য।
-
বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের বসবাস লক্ষ্য করা যায়, যেমন সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতক।
-
তবে মৌলভীবাজার জেলায় মনিপুরীর সংখ্যা সবচেয়ে বেশি।

0
Updated: 9 hours ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
Created: 2 weeks ago
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহার
-
ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব):
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
-
বিভাগভিত্তিক ব্যবহার:
-
ঢাকা বিভাগে সর্বাধিক: ৪০.৪২%
-
রংপুর বিভাগে সর্বনিম্ন: ২৩.৫২%
-
-
শহর ও গ্রাম:
-
শহরে: ৪১.৩০%
-
গ্রামে: ২৫.৭৩%
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
সোহরাই কোন নৃগোষ্ঠীর প্রধান উৎসব?
Created: 1 week ago
A
রাখাইন
B
ওরাঁও
C
গারো
D
সাঁওতাল
সাঁওতাল জনগোষ্ঠী
-
সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসবাসস্থান: রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলা।
-
মূল নিবাস: রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল।
-
ভাষা: অস্ট্রিক ভাষাভাষী, প্রোটো-অস্ট্রালয়েড বংশের অধিবাসী।
-
সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের আদি বাসিন্দা ও কৃষি সংস্কৃতির প্রবর্তক।
-
উপাস্য: সূর্য ও পর্বত দেবতা (মারাং বুরু), যাদের গ্রামদেবতা হিসেবে পূজা করা হয়।
-
বর্ষের শুরু: ফাল্গুন মাস।
-
উৎসব: প্রতিমাসে বা ঋতু অনুযায়ী বিভিন্ন উৎসব, যেমন সোহরাই উৎসব যা পৌষ সংক্রান্তির দিন উদযাপিত হয়।
-
সামাজিক কাঠামো: পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
-
সাহিত্য ও ধর্ম: ভাষা আছে কিন্তু লিখিত বর্ণমালা নেই; ধর্ম আছে কিন্তু আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
চাকমা
B
মারমা
C
ত্রিপুরা
D
লুসাই
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
চাকমা / কার্পাস বিদ্রোহ
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ক্ষুদ্র নৃগোষ্ঠী
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
-
বিভাগভিত্তিক অবস্থান:
-
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে (৬০.০৪%)।
-
বরিশাল বিভাগে সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী (০.২৫%)।
-
-
বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
-
অন্যান্য প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী:
-
মারমা: ২,২৪,২৯৯ জন
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০ জন
-
সাঁওতাল: ১,২৯,০৫৬ জন
-
ওরাওঁ: ৮৫,৮৫৮ জন
-
গারো: ৭৬,৮৫৪ জন
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 1 month ago